বগুড়ার সোনাতলায় রবিবার আন্তঃনগর এক্সপ্রেস করতোয়া ও দোলনচাঁপা ট্রেনের যাত্রা বিরতির দাবিতে অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে। এতে অংশ নেয় ছাত্র-জনতা, শিক্ষক, ব্যবসায়ী, চাকরিজীবীসহ সকল শ্রেণি ও পেশার হাজার হাজার মানুষ।
সকাল সাড়ে ১০টা থেকে ১১টা পর্যন্ত সান্তাহার থেকে ছেড়ে আসা আন্তঃনগর এক্সপ্রেস করতোয়া ও বেলা সাড়ে ১১টা থেকে ১২টা ৪৫ মিনিট পর্যন্ত দোলনচাঁপা ওই দুটি ট্রেনের যাত্রা বিরতির দাবিতে জনগুরুত্বপূর্ণ সৈয়দ আহম্মদ কলেজ স্টেশনে হাজার হাজার ছাত্র-জনতা বিভিন্ন স্লোগানে স্লোগানে মুখরিত ছিল।
অবস্থান কর্মসূচিতে সকাল ১০টা থেকে বিভিন্ন এলাকা থেকে মানুষ ওই স্টেশনে ভটভটি, মোটরসাইকেল, অটোরিকশা, সিএনজি, মাইক্রোবাস যোগে আসতে থাকে। তবে দীর্ঘ সময় ছাত্র-জনতার অবস্থান কর্মসূচিতে কোন অপ্রীতিকার ঘটনা ঘটেনি। শান্ত প্রিয়ভাবে অবস্থান কর্মসূচি পালন করা হয়।
এ সময় ট্রেনের যাত্রীদের সামান্য ভোগান্তি লক্ষ্য করা গেলেও জনগুরুত্বপূর্ণ ওই স্টেশনে যাত্রা বিরতির সমর্থনে ছিলেন ট্রেন যাত্রীরাও।
জানা যায়, স্থানীয় এলাকাবাসীসহ সকল শ্রেণি ও পেশার লোকজনের এ দাবিটি দীর্ঘদিনের। সৈয়দ আহম্মদ কলেজ স্টেশনটি একটি বাণিজ্যিক এলাকা। এখানে রয়েছে ১টি অনার্স-মাস্টার্স পাঠদানকারী কলেজ, প্রাথমিক বিদ্যালয়, কিন্ডারগার্টেন, মাধ্যমিক বিদ্যালয়, মডেল মাদ্রাসা, এতিমখানা মাদ্রাসা, সৈয়দ আহম্মদ কলেজ হাট, অসংখ্য এনজিও প্রতিষ্ঠান, ব্যাংক বীমা, শিল্প কলকারখানা।
স্থানীয়দের দাবি, সৈয়দ আহম্মদ কলেজ স্টেশন থেকে প্রতিনিয়ত হাজার হাজার রেল যাত্রী দেশের বিভিন্ন স্থানে যাতায়াত করেন। এছাড়াও কৃষক তাদের উৎপাদিত কৃষি পণ্য দেশের বিভিন্ন স্থানে নিয়ে যায়।
এরপর ছাত্র-জনতার পক্ষ থেকে করতোয়া আন্তঃনগর ট্রেনের পরিচালক সাখাওয়াত হোসেনকে যাত্রা বিরতির দাবিতে স্মারকলিপি হস্তান্তর করা হয়।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন