নড়াইলের কালিয়া উপজেলায় সালেহা বেগম (৫৮) নামে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সালেহা উপজেলার পুটিমারী গ্রামের মৃত সিদ্দিক শিকদারের স্ত্রী। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সকালে নিহতের দেবর সুরত শিকদার বাড়ীর পাশে জামরুল গাছে সালেহার ঝুলন্ত মরদেহ দেখে চিৎকার দিলে আশেপাশের লোকজন ছুটে আসে।পরে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে।
সহকারী পুলিশ সুপার (কালিয়া সার্কেল) কিশোর কুমার রায় ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ সূত্রে জানা যায়, সালেহা বেগমের বড় ছেলে ইব্রাহীম শিকদার (২৮) ও ছোট ছেলে বিপ্লব শিকদার (২৪) জাহাজে চাকুরী করেন।ছোট ছেলে বিপ্লবের বয়স যখন ৬ মাস তখন সালেহা বেগমের স্বামী মারা যান। সেই থেকে দুটি ছেলেকে আকড়ে স্বামীর ভিটায় থাকেন। ছেলেরা বড় হয়ে বিবাহ করেছেন এবং জাহাজে চাকুরী করেন। দুই ছেলের বউ এবং একটা পোতা নিয়ে নিজ বাড়ীতে থাকেন সালেহা বেগম। সালেহা বেগম দীর্ঘ দিন যাবত পেটের ব্যাথায় ভুগছিলেন। যন্ত্রণা সহ্য করতে না পেরে আত্মহত্যা করতে পারেন বলে পরিবারের লোকজনের বরাত দিয়ে পুলিশ ধারনা করছে।
সহকারী পুলিশ সুপার (কালিয়া সার্কেল) কিশোর কুমার রায় বলেন, ঝুলন্ত অবস্থায় সালেহা বেগমের মরদেহ পাওয়া গেছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর আসল রজস্য উদঘাটন সম্ভব হবে।
বিডি প্রতিদিন/এএম