গত ২ দিনে বেনাপোল বন্দর দিয়ে ভারতে রপ্তানি হয়েছে ৭৯ মে. টন ইলিশ। আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বেনাপোল স্থলবন্দর দিয়ে অনুমতির প্রথম দিনে ৫৪ মে. টন এবং দ্বিতীয় দিন ২৫ মেট্রিক টন পদ্মার ইলিশ রপ্তানি করা হয়। শনিবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছে বেনাপোল মৎস্য কর্মকর্তা।
বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী আগামী ১২ অক্টোবরের মধ্যে ইলিশ রপ্তানি শেষ করতে হবে বলে জানিয়েছেন বেনাপোল মৎস্য কর্মকর্তা মাহবুবুর রহমান। উল্লেখ চলতি বছরে বেনাপোল কাস্টমস থেকে প্রতি কেজি ইলিশের রপ্তানি মূল্য নির্ধারন করা হয়েছে ১০ মার্কিন ডলার বা ১১৮০ টাকা। গত বছর ইলিশের রপ্তানি মূল্য ছিল ১১.৩০ মার্কিন ডলার।
এদিকে বাজার মূল্যের চেয়ে এ বছর কম মূল্যে ইলিশ রপ্তানি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম বেশ সরগরম। বেনাপোল মাছ বাজারে ৭/৮ শ গ্রাম সাইজের ইলিশ বিক্রি হচ্ছে ১৪০০-১৫০০ টাকা কেজি দরে।
এ বছর ভারতের অনুরোধের প্রেক্ষিতে বাংলাদেশ সরকার ৪৯টি রপ্তানিকারক প্রতিষ্ঠানকে ২ হাজার ৪২০ মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমতি দেয়। এর মধ্যে ৪৮টি প্রতিষ্ঠান ৫০ টন করে ২ হাজার ৪শ টন ও একটি প্রতিষ্ঠান ২০ টন ইলিশ রপ্তানি করবে।
বিডি প্রতিদিন/হিমেল