ফেনীতে যৌথ বাহিনী অভিযান চালিয়ে আনোয়ার হোসেন টিপু নামে এক বিএনপি নেতাকে আটক করেছে। তিনি ফুলগাজী উপজেলা আমজাদহাট ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও মীর হোসেন মীরু চেয়ারম্যানের ছোট ভাই।
রবিবার ভোরে আমজাদহাট ইউনিয়নের উত্তর তারাকুছা গ্রামের মীর হোসেন মীরু চেয়ারম্যানের বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এসময় তার বাড়ি থেকে দুটি ককটেল উদ্ধার করা হয়।
ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ওয়াহিদ পারভেজ বলেন, যৌথ বাহিনীর অভিযানে আমজাদহাট থেকে টিপু নামে একজনকে ককটেলসহ আটক করা হয়েছে। তার বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা দিয়ে জেল হাজতে পাঠানো হয়।
বিডি প্রতিদিন/এএ