শেরপুরের শ্রীবরদিতে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বেতন ১০ম গ্রেডে উন্নীত করার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। হাজারও শিক্ষককের উপস্থিতিতে সোমবার বিকেলে শ্রীবরদি উপজেলা পরিষদের সামনে ওই মানববন্ধনে উপস্থিত ছিলেন উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।
এসময় বক্তারা বলেন, প্রাথমিক শিক্ষক শিক্ষিকারা একজন মানুষ গড়ার প্রধান কারিগর। প্রাথমিকে লেখাপড়া করেই একজন শিক্ষার্থী মাধ্যমিক, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়। গ্রাজুয়েশন শেষ করেই, এরাই দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি দফতর বা সচিবালয়ে দায়ীত্ব পালন করেন। অথচ প্রাথমিক বিদ্যালয়ে একজন সন্তানকে যে শিক্ষক হাতেখড়ি দিল তার বেতন ১৩ তম গ্রেডে পাচ্ছে।
এসময় উপস্থিত শিক্ষকরা আরো বলেন, সরকারি অফিসের একজন ড্রাইভার ১২তম গ্রেডে বেতন পায়। কিন্তু একজন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা বেতন পায় ১৩তম গ্রেডে। ৫ আগষ্টের পর নতুন এই বাংলাদেশে কোনো প্রকার বৈষম্য চলতে দেওয়া যাবে না। যদি আমাদের সকল শিক্ষকদের বেতন অতি দ্রুত ১০ম গ্রেডে না করা হয়। ভবিষ্যতে আমরা ক্লাশ বর্জনসহ বড় আন্দোলনের দিকে যাব।
বিডি প্রতিদিন/হিমেল