ফরিদপুরের চরভদ্রাসনে আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার বেলা এগারোটার দিকে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফয়সাল বিন করিম এর সভাপতিত্বে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) নিশাত ফারাবী, চরভদ্রাসন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আব্দুল গাফফার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হাফিজুর রহমান, আনসার ও ভিডিপি কর্মকর্তা কুসুম কুমার রায়, চরভদ্রাসন ওলামা পরিষদের সভাপতি মুফতি জাকারিয়া, চরভদ্রাসন সর্বজনীন পূজা উদযাপন কমিটির সভাপতি রবীন্দ্রনাথ ঠিকাদার, সাংবাদিক আবদুস সবুর কাজল প্রমুখ।
এ বছর উপজেলার গাজিটেক ইউনিয়নে সাতটি ও চরভদ্রাসন ইউনিয়নে ছয়টি মোট তেরোটি মন্দিরে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। সভায় বক্তারা মন্দিরে সিসি ক্যামেরা, বিকল্প বিদ্যুৎ ব্যবস্থা, মাদক ব্যবহার রোধ, স্বেচ্ছাসেবক রাখার সিদ্ধান্ত নিয়ে পূজাকে উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করার বিষয়ে আলোচনা করেন।
বিডি প্রতিদিন/জামশেদ