শরীয়তপুরের নড়িয়ায় বলগেটের ধাক্কায় কীর্তিনাশা নদীর উপর দিয়ে নির্মাণাধীন ফুট বেইলি সেতু ভেঙে একজন আহত হয়েছে। এ ঘটনায় বলগেটসহ দুইজনকে আটক করে নড়িয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে স্থানীয়রা।
নড়িয়া থানা পুলিশ ও স্থানীয়রা জানায়, বুধবার সকাল ৯টার দিকে একটি বালুভর্তি বলগেট ফুট বেইলি সেতুর নিচ দিয়ে যাওয়ার সময় সেতুর পিয়ারের সাথে ধাক্কা দেয়। এতে সেতুটির একটি অংশ ভেঙে পড়ে।
এসময় সেতুর উপরে কাজ করা অবস্থায় একজন নির্মাণ শ্রমিক আহত হয়। বলগেটের চালক মো. হাসান হাওলাদার ( ৩০) ও সোহেল কিবরিয়া (২৬) নামে দুইজনকে আটক করা হয়েছে। বলগেটটিও জব্দ করেছে নড়িয়া থানা পুলিশ।
উল্লেখ্য, সাত বছর ধরে কীর্তিনাশা নদীর উপর দিয়ে ভাষা সৈনিক গোলাম মাওলা সেতুটির নির্মাণ কাজ করে আসছে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। গত ডিসেম্বরে পুরো সেতুটি ভেঙে ফেলা হয়। এরপর থেকে ট্রলার আর নৌকা দিয়ে নদী পারাপার হয়ে আসছিল এই পথে চলাচলকারী জনগণ। জনসাধারণের পায়ে হাঁটার চলাচল স্বাভাবিক রাখতে ফুট বেইলি সেতুটি নির্মাণ করা হয়েছিল।
বিডি প্রতিদিন/এমআই