দীর্ঘ সময় বন্ধের পর বুধবার থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরকৃবি) আন্ডারগ্র্যাজুয়েট ও এমএস-পিএইচডি পর্যায়ে যথারীতি ক্লাস শুরু হয়েছে। গত ২৯ সেপ্টেম্বর এই বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও আর্থিক কার্যক্রমের দায়িত্বপ্রাপ্ত অধ্যাপক ড. জি.কে.এম মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সদস্যগণের উপস্থিতিতে অনুষ্ঠিত জরুরি সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। বিগত সময়ে সকল স্থবিরতা কাটিয়ে শিক্ষা কার্যক্রম দ্রুত চালু করার জন্য এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এ বিষয়ে ড. মোস্তাফিজুর রহমান বলেন, শিক্ষার্থীদের শিক্ষা ও ভবিষ্যৎ ক্যারিয়ারকে সর্বোচ্চ প্রাধান্য দিয়েই আমরা ক্লাস শুরু করেছি। বিগত প্রায় আড়াই মাসে শিক্ষার্থীদের যে একাডেমিক ক্ষতি সাধিত হয়েছে তা আর দীর্ঘায়িত না করে একাডেমিক কার্যক্রমে স্বাভাবিকতা আনয়নের নিরিখেই এ সিদ্ধান্ত।
বিডি প্রতিদিন/এএ