টাঙ্গাইলের সখীপুরে ক্ষুদ্র নৃগোষ্ঠির মধ্যে ৩৮টি বাইসাইকেল ও ৩ লক্ষ ৮০ হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা মিলনায়তনে এসব বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হোসেন পাটওয়ারী। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মনসুর আহমেদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ওয়াসীম হোসেন প্রমুখ।
উপজেলার ক্ষুদ্র নৃগোষ্ঠির ৪৪ জন নারী পুরুষকে আর্থিক অনুদান, ৪১ জন শিক্ষার্থী শিক্ষাবৃত্তি ও ১৬ জন অসহায় মানুষের মধ্যে এই টাকার চেক বিতরণ করা হয়। এ ছাড়া ক্ষুদ্র নৃগোষ্ঠির ৩৮ জন কৃতি শিক্ষার্থীকে বাইসাইকেল দেওয়া হয়।
বিডি প্রতিদিন/এএ