চাঁদপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশ’র গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেল শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় আয়োজিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন।
তিনি পিআর পদ্ধতিতে আগামী জাতীয় নির্বাচনের দাবি এবং ইসলামী রাষ্ট্র কায়েমে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।
এসময় ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলার সভাপতি শেখ মুহা. জয়নাল আবদিন, সেক্রেটারি এম ইয়াসিন রাশেদসানী, অর্থ ও প্রকাশনা সম্পাদক মামুনুর রশিদ বেলালসহ অনেকে উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এমআই