ইসলামী আন্দোলন কিশোরগঞ্জ সদর উপজেলা শাখার গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার বিকালে শোলাকিয়া ঈদগাহ সংলগ্ন সংগঠনের জেলা কার্যালয়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সদর উপজেলা সভাপতি মাওলানা এবিএম ইমদাদুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা প্রভাষক আলমগীর হুসাইন তালুকদার।
সমাবেশে প্রধান অতিথি বলেন, নানা ধর্ম, বর্ণ, গোত্রসহ এ দেশ সবার। সবাই মিলে আমরা নতুন করে দেশটাকে গড়তে চাই। যেখানে থাকবে না শোষণ, জুলুম, নির্যাতন। আর কোনো স্বৈরাচার যেন ক্ষমতায় যেতে না পারে সেজন্য সবাইকে সজাগ থাকতে হবে। ইসলামী আন্দোলনের প্রতিটি নেতাকর্মী দেশ ও জনগণের সেবায় সর্বদা নিয়োজিত থাকবে বলেও প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা শাখার সেক্রেটারি মুহাম্মাদ রুকন উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মুফতি মুহাম্মাদ শরীফুল ইসলাম, দপ্তর সম্পাদক মাওলানা নজরুল ইসলাম, জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদ কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি মুফতি কফিল উদ্দিন, সাধারণ সম্পাদক মাওলানা নোমান আহমাদ, ইসলামী শ্রমিক আন্দোলন কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি মুহাম্মদ মুসা খাঁন, সাধারণ সম্পাদক মুহাম্মাদ মাসুদ মিয়া, ইসলামী যুব আন্দোলন কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি মুহাম্মাদ রবিউল ইসলাম শাহীন, সাধারণ সম্পাদক মুহাম্মাদ এমদাদুল ইসলাম প্রমুখ।
গণসমাবেশ সঞ্চালনা করেন ইসলামী আন্দোলন কিশোরগঞ্জ সদর উপজেলা শাখার সেক্রেটারী মুহাম্মাদ সাদেকুল ইসলাম।
সমাবেশে ছাত্র, যুব ও শ্রমিক আন্দোলনসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/জামশেদ