গাইবান্ধার সাদুল্লাপুরে শহীদ আবু সাঈদ স্মরণে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ ও রোপণ করা হয়েছে।
শুক্রবার (১১ অক্টোবর) বিকেলে উপজেলার রসুলপুর ইউনিয়নের ছান্দিয়াপুর আরএ গণি স্কুল অ্যান্ড কলেজ মাঠে রংপুরের গঙ্গাচড়ার মেসার্স বেগম নার্সারির সৌজন্যে ওই ইউনিয়নের মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ মাঠ, গণ কবরস্থানসহ সকল শিক্ষা প্রতিষ্ঠানে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ ও রোপণ করা হয়।
রসুলপুর ইউপি সদস্য বেলাল হোসেনের সঞ্চালনায় আয়োজিত ব্যতিক্রমী এ অনুষ্ঠানে আরএ গণি স্কুল অ্যান্ড কলেজের সাবেক অধ্যক্ষ আলহাজ্ব মো. আইয়ুব আলী সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) মহা-পরিচালক মোতাহার হোসেন (টিপু)।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধার পুলিশ সুপার মোশাররফ হোসেন, দুদক রংপুর জেলা কার্যালয়ের সমন্বিত উপ-পরিচালক শাওন মিয়া, সাদুল্লাপুর উপজেলা নির্বাহী অফিসার কাওছার হাবীব, উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. জসীমউদ্দিন, সাদুল্লাপুর থানার অফিসার ইনচার্জ তাজউদ্দিন খন্দকার ও রসুলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলামসহ বিভিন্ন মসজিদ মাদ্রাসা স্কুল কলেজের শিক্ষকবৃন্দ।
পরে এসব চারা রোপণের সময় জেলা বিএনপির সভাপতি মাইনুল হাসান সাদিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন