বিএনপি নেত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, আমরা ধর্ম-বর্ণের ঊর্ধ্বে একসাথে চলবো। একসাথে থেকে আমরা সুন্দর বাংলাদেশ গড়ে তুলবো।
শুক্রবার সন্ধ্যায় নগরকান্দা পৌরসভার মধ্য জগদিয়া সর্বজনীন দুর্গা মন্দিরে হিন্দু ধর্মাবলম্বীদের উদ্দেশে তিনি এসব কথা বলেন। এ সময় নগরকান্দা উপজেলা বিএনপির নেতৃবৃন্দ ও নগরকান্দা উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
তিনি তার প্রয়াত বাবা বিএনপির সাবেক মহাসচিব কে এম ওবায়দুর রহমানের কথা স্মরণ করে বলেন, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বলতে চাই, আমার আব্বা ধর্ম-বর্ণের ঊর্ধ্বে থেকে আপনাদের পাশে ছিলেন। উনার মেয়ে হিসেবে আমিও সবসময় আপনাদের পাশে আছি।
তিনি আরও বলেন, গত ৫ আগস্টের পর নগরকান্দা-সালথায় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এলাকার মুরব্বিরা, বিএনপির নেতা-কর্মীরা আপনাদের (হিন্দু ধর্মাবলম্বী) পাশে ছিলেন।
স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মানুষের উদ্দেশে বিএনপির এই নেত্রী বলেন, আপনাদের যেকোনো প্রয়োজনে আমাকে বলবেন। আমি সবসময় আপনাদের পাশে আছি। আমরা একসাথে চলবো। একসাথে নগরকান্দা-সালথার উন্নয়ন করবো।
বিডি প্রতিদিন/এমআই