নীলফামারীতে প্রাইভেট কার ভস্মীভূত হওয়ার ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন কলেজ শিক্ষক চৌধুরী নিটোল আল ওয়ারেস। গত ৭ অক্টোবর নীলফামারী থানায় জিডি করেন তিনি।
শিক্ষক চৌধুরী নিটোল আল ওয়ারেস জেলা শহরের শাহীপাড়া এলাকার বাসিন্দা ও নীলফামারী সরকারি মহিলা কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ এটিএম মোস্তফা চৌধুরীর ছেলে।
সাধারণ ডায়েরিতে অভিযোগ করা হয়, গত ৪ আগস্ট বিকালে জেলা প্রশাসকের বাসভবন এলাকায় অবস্থিত এলিন এন্টারপ্রাইজে (গ্যারেজে) ছিল প্রাইভেট কারটি। বিকেলে দুর্বৃত্তরা অগ্নিসংযোগ করলে গাড়িটি ভস্মীভূত হয়। এই গ্যারেজের মালিক যুবদল নেতা শামীম শাহ আলম তমুর'ও একটি প্রাইকেট কার ভস্মীভূত হয়।
এ বিষয়ে চৌধুরি নিটোল আল ওয়ারেস বলেন, ঘটনার দিন নীলফামারী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরিফ হোসেন মুন ও সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওয়াদুদ রহমানের নেতৃত্বে হামলা চালিয়ে গ্যারেজে অগ্নিসংযোগ করা হয়। হামলার সময় আরো ৪০-৫০ জন মত ছিলেন। তারা সবাই আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত। প্রাইভেট কারটির দাম প্রায় ১২লাখ টাকা বলে জানান তিনি।
বিডি প্রতিদিন/মুসা