বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র জনতার ওপর হামলায় সাবেক এমপি শামীম ওসমানের ভাতিজা আজমেরী ওসমানের অন্যতম সহযোগী হামিদ প্রধান ওরফে পাগলা হামিদকে (৪৮)কে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৫ অক্টোবর) রাতে ফতুল্লার এনায়েতনগর এলাকার চাঁদনী হাউজিং থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার হামিদের বিরুদ্ধে বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র জনতার ওপর হামলার ঘটনায় মামলাসহ অর্ধ ডজনেরও বেশী মামলা রয়েছে। সেই সাথে তিনি আজমেরী ওসমানের অন্যতম সহযোগী ছিলেন।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রাতে ফতুল্লা মুসলিম নগর এলাকার চাঁদনী হাউজিংয়ের সামনে রাস্তায় অভিযান চালিয়ে সন্ত্রাসী হামিদ প্রধান ওরফে পাগলা হামিদকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে বিভিন্ন মামলা রয়েছে।
বিডি প্রতিদিন/আশিক