গাইবান্ধা সদর উপজেলায় একটি পাট গুদাম থেকে বদিয়ার রহমান (৬৫) নামে এক কর্মচারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার বেলা ১২টার দিকে উপজেলার হাট লক্ষ্মীপুরের লিটন মিয়ার পাট গুদাম থেকে ওই বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেন গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর ইসলাম তালুকদার।
মৃত বদিয়ার রহমান পার্শ্ববর্তী সুন্দরগঞ্জ উপজেলার ধোপাডাঙ্গা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের বাসিন্দা। তিনি ওই গুদামের দীর্ঘদিন ধরে কর্মরত ছিলেন।
স্থানীয়দের বরাত দিয়ে লক্ষ্মীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ বলেন, বদিয়ার রহমান দীর্ঘদিন থেকে ওই গুদামে কাজ করছেন। প্রতিদিনের ন্যায় সকালে তিনি বাড়ি থেকে গিয়ে গুদাম খোলেন। এরই একপর্যায়ে পাট গুদামে ঢুকে ঝুলন্ত অবস্থায় বদিয়ার রহমানের মরদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে খবর পেয়ে লাশ উদ্ধার করে পুলিশ।
গাইবান্ধা সদর থানার ওসি শাহিনুর ইসলাম তালুকদার বলেন, স্থানীয়দের উপস্থিতিতে বদিয়ার রহমান নামের এক বুদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। পরবর্তীতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।
বিডি প্রতিদিন/এএম