‘ভালো আছি ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো’ অমর এই গানের স্রষ্টা তারুণ্য ও সংগ্রামের দীপ্ত প্রতীক কবি রুদ্র মুহম্মদ শহিদুল্লাহর ৬৮তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে।
বুধবার সকালে বাগেরহাটের মোংলায় নিজ গ্রামের বাড়ি মিঠেখালিতে তার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ, মিলাদ মাহফিল, দোয়া ও রুদ্র স্মরণানুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
মুহম্মদ শহিদুল্লাহ সরকারি প্রাথমিক বিদ্যাপীঠে রুদ্র স্মৃতি সংসদের সভাপতি ও রুদ্রের অনুজ সুমেল সারাফাতের সভাপতিত্বে সকাল ১০টায় স্মরণসভার আয়োজন করা হয়।
এতে মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা আফিয়া শারমিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
সভায় অংশ নেন মোংলা উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাসুদ রানা, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা সবুজ বৈরাগী, পরিবেশ আন্দোলনের (বাপা) কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক নূর আলম, ফাদার রিগন ফাউন্ডেশনের সভাপতি সুভাষ মন্ডল, চালনা বন্দর মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আফজাল হোসেন, মোংলা সরকারি কলেজের প্রভাষক মাহবুবুর রহমান, রামপাল সরকারি কলেজের প্রভাষক নজরুল ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন, রুদ্র ছিলেন তারুণ্য ও সংগ্রামের দীপ্ত প্রতীক। সমাজের বৈষম্য, সাম্প্রতিকতা ও অন্যায়ের বিরুদ্ধে তিনি কলম ধরেছেন। দেশ ও জাতির সংকটে রুদ্রের কবিতা হয়ে উঠেছে তারুণ্যের হাতিয়ার। বুদ্ধিবৃত্তিক আপোষকামিতায় দেশ যখন আকণ্ঠ নিমজ্জিত, সত্য যখন নির্বাসনে, এই রকম অস্থির সময়ে রুদ্রকে আমাদের নিজেদের জন্যে, দেশের জন্যে খুব প্রয়োজন ছিল। যতদিন বাংলাদেশ থাকবে ততদিন রুদ্র তার কবিতা, গানের মধ্য দিয়ে বেঁচে থাকবেন।
আলোচনা শেষে রুদ্রের গান পরিবেশন করেন তারই গড়া সংগঠন ‘অন্তর বাজাও’।
স্মরণ অনুষ্ঠান শেষে অসহায় মানুষদের বিনামূল্যে চিকিৎসাসেবা দিতে দিনব্যাপী স্বাস্থ্য ক্যাম্প পরিচালিত হয়। দুই শতাধিক নারী-পুরুষ বিনামূল্যে স্বাস্থ্যসেবা গ্রহণ করেন।
মাত্র ৩৫ বছরের (১৯৫৬-১৯৯১) স্বল্পায়ু জীবনে রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ সাতটি কাব্যগ্রন্থ ছাড়াও গল্প, কাব্যনাট্য এবং ‘ভালো আছি ভালো থেকো’সহ অর্ধ শতাধিক গান রচনা ও সুরারোপ করেছেন। এ গানটির জন্য তিনি বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি প্রদত্ত ১৯৯৭ সালের শ্রেষ্ঠ গীতিকারের (মরণোত্তর) সম্মাননা লাভ করেন।
‘উপদ্রুত উপকূল’ ও ‘ফিরে চাই স্বর্ণগ্রাম’ কাব্যগ্রন্থ দুটির জন্য সংস্কৃতি সংসদ থেকে পরপর দুই বছর ‘মুনীর চৌধুরী সাহিত্য পুরস্কার’ লাভ করেন। সম্মিলিত সাংস্কৃতিক জোট ও জাতীয় কবিতা পরিষদ গঠনে এই কবি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
বিডি প্রতিদিন/কেএ