বগুড়ার গাবতলীতে মরিচ ক্ষেতে পরিচর্যা কালে বজ্রপাতে সুলতান সরকার (৬০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সকাল ৯টার দিকে উপজেলার শিলদহবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত কৃষক সুলতান গাবতলী উপজেলার দুর্গাহাটা ইউনিয়নের শিলদহবাড়ি গ্রামের মৃত সামেদ সরকারের ছেলে।
গাবতলী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আশিক ইকবাল জানান, মরিচের ক্ষেত পরিচর্যা করতে গিয়ে বজ্রপাতে সুলতান সরকারের মৃত্যু হয়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
বিডি প্রতিদিন/মুসা