ময়মনসিংহের ফুলপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বর্ণাঢ্য র্যালি, সমাবেশ ও কেক কাটা হয়েছে।
শুক্রবার বিকেল সাড়ে ৪টায় ফুলপুর উপজেলা ও পৌর কৃষক দলের উদ্যোগে গ্রিন রোড থেকে র্যালিটি শুরু হয়। এরপর গোল চত্বর, বাসস্ট্যান্ড, আমুয়াকান্দা ব্রিজ, কলেজ রোড মোড়, হাসপাতাল ও বালিয়া মোড়সহ নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এক পথসভা অনুষ্ঠিত হয়।
এর আগে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে দলে দলে মিছিল সহকারে নেতাকর্মীরা গ্রিন রোডে এসে সমবেত হয় এবং কেক কেটে সবাইকে মিষ্টিমুখ করানো হয়।
র্যালিতে নেতৃত্ব দেন ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষক দলের কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা অ্যাড. আবুল বাসার আকন্দ।
ফুলপুর উপজেলা কৃষক দলের সভাপতি শফিকুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক খলিলুর রহমান তালুকদারের সঞ্চালনায় এ সময় আরও উপস্থিত ছিলেন ফুলপুর পৌর কৃষক দলের সভাপতি আব্দুল্লাহ আল ইল্লাল, পৌর কৃষক দলের সাধারণ সম্পাদক আবুল হাসান মানিকসহ অনেকে।
বিডি প্রতিদিন/কেএ