বগুড়ার সারিয়াকান্দি উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদের সভাকক্ষে এ সভার আয়োজন করা হয়।
এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহরিয়ার রহমান।
এসময় বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি সাহাদৎ হোসেন সনি, উপজেলা জামায়াত আমির অধ্যাপক মাওলানা ইকবাল হোসেন, থানার ওসি জামিরুল ইসলাম, মৎস্য কর্মকর্তা গোলাম মোর্শেদ, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহবুব হোসেন সরদার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সারওয়ার জামাল ইউসুফ, উপজেলা প্রকৌশলী তুহিন সরকার, সমাজসেবা কর্মকর্তা আব্দুল আলিম, আনসার ভিডিপি কর্মকর্তা মো. রাকিবুল হাসান, পল্লী উন্নয়ন কর্মকর্তা আব্দুল রাজ্জাক উল হায়দার, জনস্বাস্থ্য প্রকৌশলী সিপন আলী, পল্লী যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুস সবুরসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।
বিডি প্রতিদিন/এমআই