মুন্সিগঞ্জের টংগিবাড়ীতে স্বামীর হাতুড়ি পেটায় গুরুতর আহত হয়ে স্ত্রী নাজমা বেগম (৫০) মারা গেছেন বলে অভিযোগ উঠেছে। শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার কামারখাড়া কবরস্থান এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, স্বামী আনওয়ার মিঝি হাতুড়ি দিয়ে স্ত্রী নাজমাকে পেটান। পরে তাকে গুরুতর অবস্থায় মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন। ঢাকায় নিয়ে যাওয়ার পথে নাজমা বেগমের মৃত্যু হয়। তিনি ৩ সন্তানের জননী ছিলেন।
মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের চিকিৎসক ডা. প্রান্ত সরকার জানান, নিহতের মাথায় গুরুতর আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
নিহতের ছেলে মো. ইব্রাহিম সরদার তার মায়ের হত্যার জন্য পিতার কঠোর শাস্তি দাবি করেছেন। তিনি জানান, তার বাবা বিভিন্ন সময় মায়ের নামে কিস্তি তোলেন, যা পরিশোধ করতে না পারায় মায়ের ওপর চাপ আসত। এ নিয়ে দম্পতির মধ্যে আগেও ঝগড়া হয়েছে। আজও মায়ের কাছ থেকে কিস্তির টাকার কথা বলতেই বাবা তাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে রাস্তায় ফেলে যান।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন টংগিবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিদুল ইসলাম।
বিডিপ্রতিদিন/কবিরুল