মুন্সিগঞ্জের টংগিবাড়ীতে কিস্তির টাকা নিয়ে ঝগড়ার জেরে স্বামীর হাতুড়ি পেটায় গুরুতর আহত হয়ে মারা গেছেন স্ত্রী। শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার কামারখাড়া কবরস্থান এলাকায় হাতুড়ি দিয়ে স্ত্রী নাজমা বেগমকে (৫০) পেটান স্বামী আনওয়ার মিঝি।
পরে গুরুতর আঘাতপ্রাপ্ত ওই নারীকে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে আসলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন চিকিৎসক। সেখানে নেয়ার পথে মারা যান নাজমা বেগম।
মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের চিকিৎসক ডা. প্রান্ত সরকার জানান, নিহতের মাথায় গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে।
নিহতের ছেলে মো. ইব্রাহিম সরদার মা হত্যায় জড়িত পিতার শাস্তি দাবি করে বলেন, মাকে জিম্মাদার করে বাবা একাধিক কিস্তি তোলেন। সেগুলো ঠিকমতো পরিশোধ না করায় মায়ের উপর বিভিন্ন চাপ আসতো। এ নিয়ে তাদের মধ্যে আগেও ঝগড়া হয়েছে। আজও মা বাবার কাছে কিস্তি পরিশোধের কথা বলতে গেলে তাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে রাস্তায় ফেলে যায় বাবা। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান টংগিবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিদুল ইসলাম।
বিডি প্রতিদিন/এএ