নাটোরের গুরুদাসপুর উপজেলার নাজিরপুর ইউনিয়ন পষিদের (ইউপি) চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আইয়ুব আলীকে (৫৫) গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার বিকালে চাঁদাবাজি ও জোরপূর্বক বিদ্যালয়ের মাঠ দখলের অভিযোগে দায়ের করা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। বর্তমানে তিনি থানা হাজতে রয়েছেন।
গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারওয়ার হোসেন তথ্যটি নিশ্চিত করে বলেন, নাজিরপুর মরিয়ম মেমোরিয়াল বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফিরোজ আলী বাদী হয়ে বৃহস্পতিবার গুরুদাসপুর আমলি আদালতে একটি মামলা দায়ের করেন। শুক্রবার গুরুদাসপুর থানায় ওই মামলাটি রেকর্ড করে চেয়ারম্যানকে গ্রেফতার করা হয়েছে। ওই মামলায় আরো ১১জন আসামি রয়েছে।
অভিযোগ প্রসঙ্গে চেয়ারম্যান আইয়ুব আলীর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। তবে চেয়ারম্যানের বড় ভাই নজরুল ইসলাম অভিযোগ করে বলেন, চাঁদাবাজি ও বিদ্যালয়ের মাঠ দখলের মতো কোনো ঘটনার সাথে তার ভাই জড়িত নয়। ক্ষমতার পালাবদলের কারণে হয়রানিমূলক মিথ্যা মামলায় তার ভাইকে গ্রেফতার করা হয়েছে। এ মামলায় আওয়ামী লীগের আরো ১১ জনকে আসামি করা হয়েছে।
গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারওয়ার হোসেন বলেন, শনিবার চেয়ারম্যান আইয়ুব আলীকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে। মামলার অন্য আসামিদের গ্রেফতারে মাঠে রয়েছে পুলিশ। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সালমা আক্তার বলেন, ফৌজদারী কোন অপরাধের সাথে জড়িত থাকলে গ্রেফতার হতেই পারেন। গ্রেফতারের বিষয়টি জেলা প্রশাসককে অবগত করবেন তিনি।
বিডি প্রতিদিন/হিমেল