জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও যশোর-কুষ্টিয়া অঞ্চলের পরিচালক মোবারক হোসেন বলেছেন, ছাত্র-জনতার দীর্ঘ সাড়ে ১৫ বছরের আন্দোলন সংগ্রামে জালিম স্বৈরশাসক ভারতে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। তিনি বলেন, এ আন্দোলনে যারা শহীদ এবং আহত হয়েছেন, সকলের পরিবারের পাশে দাঁড়িয়েছে জামায়াতে ইসলামী। জাতির যে কোন দুর্যোগ ও ক্রান্তিকালে জামায়াতে ইসলামী সবসময় মানুষের পাশে দাঁড়িয়েছে বলেই জামায়াতকে নিয়ে স্বপ্ন দেখা শুরু করেছে সাধারণ মানুষ। তারা আজ একটি ইনসাফপূর্ণ সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার দিকে তাকিয়ে আছে। তাই ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য জামায়াতে ইসলামী রুকনদের আরও দায়িত্বশীল হতে হবে।
শনিবার সকালে যশোর ঈদগাহ ময়দানে দলটির যশোর জেলা শাখার রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি। দীর্ঘ ১৫ বছর পর যশোরে এই প্রথম প্রকাশ্যে উচ্ছ্বাস উদ্দীপনার মধ্য দিয়ে জামায়াতের রুকন সম্মেলন অনুষ্ঠিত হলো।
সম্মেলনে দলটির যশোর শহর সাংগঠনিক জেলা শাখার আমির অধ্যাপক গোলাম রসুলের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন দলের আরেক কর্মপরিষদ সদস্য ও যশোর-কুষ্টিয়া অঞ্চলের সহকারী পরিচালক মাওলানা আজীজুর রহমান ও যশোর-কুষ্টিয়া অঞ্চলের টিম সদস্য ড. আলমগীর বিশ্বাস।
বিডি প্রতিদিন/এএ