শেরপুরের নালিতাবাড়ীতে স্বেচ্ছাসেবী সংগঠন ‘সেবক’র উদ্যোগে ফ্রি চিকিৎসা, ওষুধ ও ত্রাণ বিতরণ করা হয়েছে।
শনিবার দুপুরে উপজেলার কলসপাড় ইউনিয়নের দক্ষিণ নাকশীতে বন্যাদুর্গত মানুষের মাঝে প্রাথমিক চিকিৎসা এবং নগদ অর্থ সহায়তা দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনটির সভাপতি সাজ্জাদ হোসেন তুলিপ, সহ-সভাপতি ইমরান হোসেন, সাধারণ সম্পাদক মনির জাহিদী রিজভী, সহ-সাধারণ সম্পাদক আরিফ হোসেন, সাংগঠনিক সম্পাদক রহুল আমিন খোকা, কোষাধ্যক্ষ রকিবুল হাসান রানা ও মহিলা বিষয়ক সম্পাদক আসিয়া মরিয়ম।
এসময় সেবা প্রদান করেন ময়মনসিংহ কমিউনিটি মেডিকেল কলেজের ডা. তাসলিম সাদিয়া তাজিম, জয়দ্বীপ ও শুভ।
আয়োজকদের মধ্যে সভাপতি সাজ্জাদ হোসেন তুলিপ জানান, আমাদের সংগঠনটি থেকে আমরা প্রতি বছর নানা প্রাকৃতিক দুর্যোগে সাধারণ মানুষদের সহায়তা করে থাকি। এ ধারাবাহিকতায় নালিতাবাড়ী উপজেলায় বন্যা কবলিত মানুষদের জন্য শুকনো খাবার, ফ্রি চিকিৎসা সেবা, ওষুধ ও নগদ অর্থ সহায়তা অব্যাহত রয়েছে।
বিডি প্রতিদিন/এমআই