মজার একটা ঘটলো কাণ্ড
শিয়াল মামার বিয়ে,
টোপর মাথায় ভাবছে বসে
কাদের যাবে নিয়ে!
বনের পশুর কানে গেলো
বিয়ে শিয়াল মামার,
এগিয়ে এলো চতুর বাঁদর
পিঠে চড়ে গাধার।
হাতি ঘোড়া সবাই এলো
ইঁদুর বিড়াল ছুঁচো,
সজারুটা দৌড়ে এলো
মাথা করে উঁচু।
মজার একটা ঘটলো কাণ্ড
শিয়াল মামার বিয়ে,
টোপর মাথায় ভাবছে বসে
কাদের যাবে নিয়ে!
বনের পশুর কানে গেলো
বিয়ে শিয়াল মামার,
এগিয়ে এলো চতুর বাঁদর
পিঠে চড়ে গাধার।
হাতি ঘোড়া সবাই এলো
ইঁদুর বিড়াল ছুঁচো,
সজারুটা দৌড়ে এলো
মাথা করে উঁচু।