সর্বনাশা বন্যা এসেছে
সোনার বাংলাদেশে
খাদ্যশস্য গরু ছাগল
গেলো সবই ভেসে।
জনজীবন হুমকির মুখে
মোকাবিলায় দুর্যোগ
থাকাখাওয়ার অনেক কষ্ট
চারিদিকে দুর্ভোগ।
সাহায্যের হাত বাড়িয়ে দিন
থাকুন সবাই পাশে
ওষুধ পানি শুকনো খাবার
যেমন সাধ্য আছে।
সর্বনাশা বন্যা এসেছে
সোনার বাংলাদেশে
খাদ্যশস্য গরু ছাগল
গেলো সবই ভেসে।
জনজীবন হুমকির মুখে
মোকাবিলায় দুর্যোগ
থাকাখাওয়ার অনেক কষ্ট
চারিদিকে দুর্ভোগ।
সাহায্যের হাত বাড়িয়ে দিন
থাকুন সবাই পাশে
ওষুধ পানি শুকনো খাবার
যেমন সাধ্য আছে।