কেউ রাজা নয় কেউ প্রজা নয়
আমরা সবাই মানুষ
সবাই মিলে নীল আকাশে
উড়াই রঙের ফানুশ।
জেলে-চাষি-কুলি-মজুর
একই মায়ের ছেলে
যাবে না তো মালা গাঁথা
একটি কুসুম ফেলে।
কেউ ছোট নয়, কেউ বড় নয়
আমরা সবাই সমান
একটি হাতে পূর্ণ তুমি?
করতে পারো প্রমাণ!
কেউ রাজা নয় কেউ প্রজা নয়
আমরা সবাই মানুষ
সবাই মিলে নীল আকাশে
উড়াই রঙের ফানুশ।
জেলে-চাষি-কুলি-মজুর
একই মায়ের ছেলে
যাবে না তো মালা গাঁথা
একটি কুসুম ফেলে।
কেউ ছোট নয়, কেউ বড় নয়
আমরা সবাই সমান
একটি হাতে পূর্ণ তুমি?
করতে পারো প্রমাণ!