শনিবার, ১১ জানুয়ারি, ২০১৪ ০০:০০ টা
শিল্পকলা

শখের হাঁড়ি

শখের হাঁড়ি

চিত্রিত মৃণ্ময় পাত্র। কলস বা ঘটসদৃশ মাটির পাত্রের গায়ে সাগু ও আঠার সঙ্গে রং মিশিয়ে তুলির মোটা টানে মাছ, পাখি, পদ্মপাতা ও জ্যামিতিক রেখা আঁকা হয়। এগুলোতে বস্তু অনুযায়ী লাল, হলুদ ও সবুজ রং ব্যবহৃত হয়। ছবি ও রং সৌন্দর্য ও প্রজননের সঙ্গে জড়িত; এ জন্য বিবাহের ফলমূল, মিষ্টিদ্রব্য ইত্যাদি আদান-প্রদানে শখের হাঁড়ি ব্যবহৃত হয়। এ ধরনের শৌখিন কাজে এ হাঁড়ি ব্যবহৃত হয় বলেই এর নাম হয়েছে শখের হাঁড়ি। রাজশাহীর একটি অঞ্চলের কতিপয় কুমার পরিবার শখের হাঁড়ি তৈরি করে। এখন শহরে ঘর সাজানোর উপকরণ হিসেবেও এর কদর বাড়ছে।

 

 

সর্বশেষ খবর