জুলাই গণ অভ্যুত্থানের প্রথম বার্ষিকী ৩৬ জুলাই আজ। এক বছর আগে ৫ আগস্টের এই দিনে শেখ হাসিনার সাড়ে পনেরো বছরের কর্তৃত্ববাদী শাসনের অবসান ঘটে। ছাত্র-জনতার নেতৃত্বে পরিচালিত আন্দোলনে সর্বস্তরের মানুষ রাজপথে নেমে এলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিমানে দেশ ত্যাগ করেন। ভারতে আশ্রয় নেন দেশের ইতিহাসে সবচেয়ে বেশি সময় ২১ বছর সরকারপ্রধানের দায়িত্বপালনকারী দাম্ভিক নেত্রী। শেখ হাসিনাকে বলা হতো উন্নয়নের রূপকার। এই কৃতিত্বকে স্বীকার করেও বলা যায়, তিনি নির্বাচনব্যবস্থাকে প্রহসনে পরিণত করার যে ভ্রান্তিতে ভুগেছেন, তা দেশবাসীর কাছে গ্রহণযোগ্য হয়নি। বিরোধী পক্ষের ওপর নির্যাতন-নিপীড়ন তার কর্তৃত্ববাদী শাসনের বিরুদ্ধে মানুষকে ক্ষেপিয়ে তোলে। জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আজ জুলাই ঘোষণাপত্র ও নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা থেকে তিনি এ ঘোষণা দেবেন। এ সময় মঞ্চে থাকবেন ৩৬ জুলাই-সমর্থিত সব রাজনৈতিক দলের নেতারা। আগামী ফেব্রুয়ারিতেই অনুষ্ঠিত হবে নির্বাচন। অক্টোবরের যে কোনো দিন নির্বাচনি তফসিল ঘোষণা হবে। প্রধান উপদেষ্টা রোডম্যাপ দিলেও নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করবে নির্বাচন কমিশন। আজ রাতে জাতির উদ্দেশে ভাষণও দেবেন প্রধান উপদেষ্টা। মানিক মিয়া অ্যাভিনিউয়ে আজ প্রায় ৫০ লাখ মানুষ যোগ দেবে বলে আশা করা হচ্ছে। জুলাই সনদ ঘোষণাকে কেন্দ্র করে চট্টগ্রাম, সিলেট, রাজশাহী, রংপুরসহ চারটি বিভাগ থেকে বিশেষ ট্রেন সরকারি ব্যবস্থাপনায় ঢাকায় আসবে। একই সঙ্গে নারায়ণগঞ্জ, ফরিদপুর এবং জয়দেবপুরে চলাচল করা কমিউটার ট্রেনগুলোকেও লোক আনার কাজে লাগানো হয়েছে। জনসমাবেশ এবং ট্রেনসহ অন্যান্য যানবাহনের নিরাপত্তা নিশ্চিত করতে নেওয়া হয়েছে যথাযথ ব্যবস্থা। আজ যে জুলাই ঘোষণাপত্র প্রকাশ করা হবে, তা প্রণয়ন করা হয়েছে ঐকমত্যের ভিত্তিতে। কিছু বিষয়ে জামায়াত ও এনসিপির আপত্তি থাকলেও প্রধান উপদেষ্টার মধ্যস্থতায় তা এড়ানো গেছে। আজ সংসদ নির্বাচনের যে রোডম্যাপ দেওয়া হবে, তা দেশে নির্বাচিত রাজনৈতিক সরকার প্রতিষ্ঠায় অবদান রাখা হবে এক বড় অর্জন।
শিরোনাম
- জুলাই গণঅভ্যুত্থান দিবস ঘিরে চট্টগ্রামে নানা আয়োজন
- ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও দুইজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৯৫
- গোপন করার কিছু নেই, এনসিপি কিংস পার্টি : ইফতেখারুজ্জামান
- যৌন হয়রানির অভিযোগে বেরোবির অধ্যাপক বরখাস্ত
- স্বৈরতান্ত্রিক বন্দোবস্তের স্থায়ী বিলোপে ঐক্যবদ্ধ থাকতে হবে : চরমোনাই পীর
- বগুড়ায় পাঁচ শতাধিক কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা
- হাসিনার বিষয়ে ইতিবাচক উত্তর দেয়নি ভারত : পররাষ্ট্র উপদেষ্টা
- পৃথকভাবে শিক্ষার্থী ও থ্রি-হুইলার চালকদের মহাসড়ক অবরোধ, ভোগান্তি
- নগরীর ভাঙা সড়ক দ্রুত সংস্কার করতে হবে: চসিক মেয়র
- হিলিতে বেড়েছে আলু-পিঁয়াজ-ডিমের দাম, কমেছে জিরার
- 'আওয়ামী লীগের লোকজনের ইউনিয়ন ও গ্রামপর্যায়ে সম্পদের হিসাব নিতে হবে দুদকের মাধ্যমে'
- বিএনপির আগামী দিনের নীতি জনগণের জীবনমান উন্নয়নের রাজনীতি
- ‘তোষামোদকারীরা হাসিনাকে ফ্যাসিস্ট হতে সহযোগিতা করেছে’
- ‘আসুন এমন বাংলাদেশ গড়ে তুলি, যেখানে আর কোনো স্বৈরাচারের ঠাঁই হবে না’
- এসিইউ কাউন্সিলের সদস্য হলেন বাউবি উপাচার্য
- বন্যায় ক্ষতিগ্রস্থ বাঁধ ও সড়ক মেরামতে সেনাবাহিনী
- মাগুরায় জুলাই শহীদদের স্মরণে শোক র্যালি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বান্দরবান সীমান্তে স্থলমাইন বিস্ফোরণ, তরুণীর পা বিচ্ছিন্ন
- আখাউড়ায় কল্লা শহীদ (রহ.)-র বার্ষিক ওরস শুরু ১০ আগস্ট
- তিন মাসের মধ্যে ওয়েলিংটন ও জোহর বাহরুতে মিশন খুলবে বাংলাদেশ
আজ সেই ৫ আগস্ট
নির্বাচনের অপেক্ষায় জাতি
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর