জুলাই গণ অভ্যুত্থানের প্রথম বার্ষিকী ৩৬ জুলাই আজ। এক বছর আগে ৫ আগস্টের এই দিনে শেখ হাসিনার সাড়ে পনেরো বছরের কর্তৃত্ববাদী শাসনের অবসান ঘটে। ছাত্র-জনতার নেতৃত্বে পরিচালিত আন্দোলনে সর্বস্তরের মানুষ রাজপথে নেমে এলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিমানে দেশ ত্যাগ করেন। ভারতে আশ্রয় নেন দেশের ইতিহাসে সবচেয়ে বেশি সময় ২১ বছর সরকারপ্রধানের দায়িত্বপালনকারী দাম্ভিক নেত্রী। শেখ হাসিনাকে বলা হতো উন্নয়নের রূপকার। এই কৃতিত্বকে স্বীকার করেও বলা যায়, তিনি নির্বাচনব্যবস্থাকে প্রহসনে পরিণত করার যে ভ্রান্তিতে ভুগেছেন, তা দেশবাসীর কাছে গ্রহণযোগ্য হয়নি। বিরোধী পক্ষের ওপর নির্যাতন-নিপীড়ন তার কর্তৃত্ববাদী শাসনের বিরুদ্ধে মানুষকে ক্ষেপিয়ে তোলে। জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আজ জুলাই ঘোষণাপত্র ও নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা থেকে তিনি এ ঘোষণা দেবেন। এ সময় মঞ্চে থাকবেন ৩৬ জুলাই-সমর্থিত সব রাজনৈতিক দলের নেতারা। আগামী ফেব্রুয়ারিতেই অনুষ্ঠিত হবে নির্বাচন। অক্টোবরের যে কোনো দিন নির্বাচনি তফসিল ঘোষণা হবে। প্রধান উপদেষ্টা রোডম্যাপ দিলেও নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করবে নির্বাচন কমিশন। আজ রাতে জাতির উদ্দেশে ভাষণও দেবেন প্রধান উপদেষ্টা। মানিক মিয়া অ্যাভিনিউয়ে আজ প্রায় ৫০ লাখ মানুষ যোগ দেবে বলে আশা করা হচ্ছে। জুলাই সনদ ঘোষণাকে কেন্দ্র করে চট্টগ্রাম, সিলেট, রাজশাহী, রংপুরসহ চারটি বিভাগ থেকে বিশেষ ট্রেন সরকারি ব্যবস্থাপনায় ঢাকায় আসবে। একই সঙ্গে নারায়ণগঞ্জ, ফরিদপুর এবং জয়দেবপুরে চলাচল করা কমিউটার ট্রেনগুলোকেও লোক আনার কাজে লাগানো হয়েছে। জনসমাবেশ এবং ট্রেনসহ অন্যান্য যানবাহনের নিরাপত্তা নিশ্চিত করতে নেওয়া হয়েছে যথাযথ ব্যবস্থা। আজ যে জুলাই ঘোষণাপত্র প্রকাশ করা হবে, তা প্রণয়ন করা হয়েছে ঐকমত্যের ভিত্তিতে। কিছু বিষয়ে জামায়াত ও এনসিপির আপত্তি থাকলেও প্রধান উপদেষ্টার মধ্যস্থতায় তা এড়ানো গেছে। আজ সংসদ নির্বাচনের যে রোডম্যাপ দেওয়া হবে, তা দেশে নির্বাচিত রাজনৈতিক সরকার প্রতিষ্ঠায় অবদান রাখা হবে এক বড় অর্জন।
শিরোনাম
- সাতকানিয়ায় সাতদফা দাবিতে শিক্ষক-কর্মচারীদের বিক্ষোভ
- জবি ছাত্রদল নেতা হত্যায় তিন আসামি গ্রেফতার
- গাজা-ইউক্রেন যুদ্ধের ব্যয় টানতে টানতে নাজেহাল মার্কিনিরা: কংগ্রেসওম্যান
- জবি ছাত্র জোবায়েদ হত্যার প্রতিবাদে সুবর্ণচরে মানববন্ধন
- বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব অস্ট্রেলিয়ার নির্বাচনে জর্জ-আলমগীর প্যানেলের জয়
- ২০২৮ সালের মধ্যে রুশ তেল কেনা পুরোপুরি বন্ধের সিদ্ধান্ত ইউরোপীয় জোটের
- আমরণ অনশনে অসুস্থ হয়ে পড়েছেন চার শিক্ষক
- শিগগিরই বিমানবন্দরের ই-গেট খুলে দেওয়া হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা
- গাজায় যুদ্ধবিরতি এখনো ‘বহাল আছে’ : ট্রাম্প
- রেলপথে নতুন উদ্যোগ সৌদির, চার ঘণ্টায় যাবে ১৫০০ কিমি
- উচ্চশিক্ষাকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে গবেষণার মানোন্নয়ন অপরিহার্য
- বিচ্ছেদ নিয়ে যা বললেন সামান্থা
- ইমিগ্রেশন কোর্টে হাজিরা দিতে গিয়ে গ্রেফতার বাংলাদেশি নারী
- সালমান শাহর মৃত্যুর ঘটনায় হত্যা মামলা দায়েরের নির্দেশ
- আরও ১৫টি এফ-৩৫ যুদ্ধবিমান কিনছে জার্মানি
- বাংলাদেশ থেকে ১ কোটি ৬২ লাখ ভিডিও সরাল টিকটক
- বিমানবন্দরে আমদানি পণ্য খালাসের কার্যক্রম শুরু
- জার্মান রাষ্ট্রদূতের সঙ্গে ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিনিধিদলের সাক্ষাৎ
- ৮ বছরের ছাত্রীকে হত্যা, দক্ষিণ কোরিয়ার শিক্ষিকার আজীবন কারাদণ্ড
- কেন ডুরান্ড লাইন অস্বীকার করছে আফগানিস্তান?