শুক্রবার, ২৩ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

মাহমুদুন্নবী স্মরণে চার সন্তান

শোবিজ প্রতিবেদক

মাহমুদুন্নবী স্মরণে চার সন্তান

সামিনা চৌধুরী, ফাহমিদা নবী, পঞ্চম নবী ও তানজিদা নবী

কিংবদন্তি শিল্পী মাহমুদুন্নবীর জন্ম এবং মৃত্যু এই  ডিসেম্বর মাসেই। তিনি অগণিত ভক্ত-শ্রোতা রেখে ১৯৯০ সালের ২০ ডিসেম্বর মৃত্যুবরণ করেন। কিন্তু তার গান এবং সংগীতময় কর্মযজ্ঞ তাকে শ্রোতার কাছে চিরকালের জীবন্ত এক স্বাক্ষরতা এঁকে দিয়েছে। শ্রোতার মনে এক বিশাল আসনে তার অবস্থান। যার কণ্ঠের আবেগে মানুষ মাহমুদুন্নবীকে নিজের একজন মনে করে ভালোবাসেন আজও। তার গানগুলো নতুন প্রজন্ম শুনে মুগ্ধ হচ্ছেন। তার সন্তানরাও তাদের সংগীত দিয়ে মানুষের মনে জায়গা করে নিয়েছেন। মাহমুদুন্নবীর ২৬তম মৃত্যুবার্ষিকীতে তার চার সন্তান আজ (২৩ ডিসেম্বর শুক্রবার) বাংলাভিশনে বিকাল ৫টা ৪৫ মিনিটে ‘সুরের আয়না’ অনুষ্ঠানে গান ও স্মৃতিকথা নিয়ে অংশগ্রহণ করবেন। একই দিনে দেশটিভিতে রাত ১১টা ৪৫ মিনিটে সরাসরি গান শোনাবেন তারই চার যোগ্য উত্তরসূরি সামিনা চৌধুরী, ফাহমিদা নবী, তানজিদা নবী ও পঞ্চম নবী। এ প্রসঙ্গে ফাহমিদা নবী বলেন, ‘এটা ভীষণ ভালো লাগার যে, আমার বাবার গাওয়া গানগুলো নতুন প্রজন্ম নতুন করে শুনছে। শুধু তাই নয়, অনেকেই বাবার গাওয়া গানগুলো মঞ্চে বা টিভি শোতে বেশ আগ্রহ নিয়ে গাইছেন। বাবা এভাবেই তার গানের মধ্য দিয়ে এ দেশের মানুষের মাঝে যুগের পর যুগ বেঁচে থাকবেন। এমন বাবার সন্তান হয়ে সত্যিই আমরা গর্বিত। কৃতজ্ঞ চ্যানেল আইসহ দুটি চ্যানেলের প্রতি বাবাকে নিয়ে এমন চমৎকার অনুষ্ঠান করার জন্য। এ দেশের সংগীতাঙ্গনে একজন মাহমুদুন্নবীর অবদান কতটুকু তা সবারই জানা। বাবার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে তারই জনপ্রিয় গানগুলো আজ দুটি চ্যানেলে আমরা চার ভাই-বোন শ্রোতা-দর্শকের উদ্দেশে গাইব। আশা করি, দুটি অনুষ্ঠানই সবার ভালো লাগবে।’ সামিনা চৌধুরী বলেন, ‘চ্যানেল আই, বাংলাভিশন এবং দেশটিভি— তিনটি চ্যানেলই প্রতি বছর নিজেদের আগ্রহে আব্বাকে নিয়ে বিভিন্ন ধরনের অনুষ্ঠান করে থাকে। চ্যানেল আই যাত্রা শুরুর বছরে ইজাজ খান স্বপনের নির্দেশনায় আব্বাকে নিয়ে একটি তথ্যচিত্র নির্মাণ করে। গত ২০ ডিসেম্বর আমরা দুই বোন গানে গানে সকাল শুরুতে আব্বার গান গেয়েছি। তাই তিনটি চ্যানেলের প্রতিই কৃতজ্ঞ। দেশটিভি আগামী বছর বিশেষ অনুষ্ঠান করবে। আজকের দুটি অনুষ্ঠানই দেখার জন্য দর্শকের কাছে বিশেষ অনুরোধ রইল।’

সর্বশেষ খবর