কিংবদন্তি শিল্পী মাহমুদুন্নবীর জন্ম এবং মৃত্যু এই ডিসেম্বর মাসেই। তিনি অগণিত ভক্ত-শ্রোতা রেখে ১৯৯০ সালের ২০ ডিসেম্বর মৃত্যুবরণ করেন। কিন্তু তার গান এবং সংগীতময় কর্মযজ্ঞ তাকে শ্রোতার কাছে চিরকালের জীবন্ত এক স্বাক্ষরতা এঁকে দিয়েছে। শ্রোতার মনে এক বিশাল আসনে তার অবস্থান। যার কণ্ঠের আবেগে মানুষ মাহমুদুন্নবীকে নিজের একজন মনে করে ভালোবাসেন আজও। তার গানগুলো নতুন প্রজন্ম শুনে মুগ্ধ হচ্ছেন। তার সন্তানরাও তাদের সংগীত দিয়ে মানুষের মনে জায়গা করে নিয়েছেন। মাহমুদুন্নবীর ২৬তম মৃত্যুবার্ষিকীতে তার চার সন্তান আজ (২৩ ডিসেম্বর শুক্রবার) বাংলাভিশনে বিকাল ৫টা ৪৫ মিনিটে ‘সুরের আয়না’ অনুষ্ঠানে গান ও স্মৃতিকথা নিয়ে অংশগ্রহণ করবেন। একই দিনে দেশটিভিতে রাত ১১টা ৪৫ মিনিটে সরাসরি গান শোনাবেন তারই চার যোগ্য উত্তরসূরি সামিনা চৌধুরী, ফাহমিদা নবী, তানজিদা নবী ও পঞ্চম নবী। এ প্রসঙ্গে ফাহমিদা নবী বলেন, ‘এটা ভীষণ ভালো লাগার যে, আমার বাবার গাওয়া গানগুলো নতুন প্রজন্ম নতুন করে শুনছে। শুধু তাই নয়, অনেকেই বাবার গাওয়া গানগুলো মঞ্চে বা টিভি শোতে বেশ আগ্রহ নিয়ে গাইছেন। বাবা এভাবেই তার গানের মধ্য দিয়ে এ দেশের মানুষের মাঝে যুগের পর যুগ বেঁচে থাকবেন। এমন বাবার সন্তান হয়ে সত্যিই আমরা গর্বিত। কৃতজ্ঞ চ্যানেল আইসহ দুটি চ্যানেলের প্রতি বাবাকে নিয়ে এমন চমৎকার অনুষ্ঠান করার জন্য। এ দেশের সংগীতাঙ্গনে একজন মাহমুদুন্নবীর অবদান কতটুকু তা সবারই জানা। বাবার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে তারই জনপ্রিয় গানগুলো আজ দুটি চ্যানেলে আমরা চার ভাই-বোন শ্রোতা-দর্শকের উদ্দেশে গাইব। আশা করি, দুটি অনুষ্ঠানই সবার ভালো লাগবে।’ সামিনা চৌধুরী বলেন, ‘চ্যানেল আই, বাংলাভিশন এবং দেশটিভি— তিনটি চ্যানেলই প্রতি বছর নিজেদের আগ্রহে আব্বাকে নিয়ে বিভিন্ন ধরনের অনুষ্ঠান করে থাকে। চ্যানেল আই যাত্রা শুরুর বছরে ইজাজ খান স্বপনের নির্দেশনায় আব্বাকে নিয়ে একটি তথ্যচিত্র নির্মাণ করে। গত ২০ ডিসেম্বর আমরা দুই বোন গানে গানে সকাল শুরুতে আব্বার গান গেয়েছি। তাই তিনটি চ্যানেলের প্রতিই কৃতজ্ঞ। দেশটিভি আগামী বছর বিশেষ অনুষ্ঠান করবে। আজকের দুটি অনুষ্ঠানই দেখার জন্য দর্শকের কাছে বিশেষ অনুরোধ রইল।’
শিরোনাম
- যে কারণে গভীর পর্যবেক্ষণে ভারত-পাকিস্তানের যুদ্ধবিমান, রয়টার্সের বিশ্লেষণ
- আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ, তৈরি হচ্ছে মঞ্চ
- রাফাল যুদ্ধবিমানের ধ্বংসাবশেষ সরিয়ে ফেলেছে ভারত, প্রমাণ পেয়েছে বিবিসি
- সীমান্তে যুদ্ধাবস্থা: শত শত মানুষকে সরিয়ে নিলো ভারত
- খায়রুজ্জামান লিটনের সাবেক এপিএস স্বেচ্ছাসেবক লীগ নেতা টিটু আটক
- উত্তেজনা চরমে: পাকিস্তানের পক্ষে বার্তা দিলেন এরদোগান
- ‘সিনেমা’ থেকে ‘বাস্তব’ জগতে ফিরে আসুন, ভারতকে পাকিস্তানের আহ্বান
- ইংলিশ দলে ডাক পেলেন রিউ
- ভারত-পাকিস্তান সংঘাত ‘আমাদের কোনও বিষয় নয়’ : যুক্তরাষ্ট্র
- এল-ক্লাসিকোর রেফারি চূড়ান্ত
- পাকিস্তান থেকে সরিয়ে যেখানে হবে পিএসএল
- সেলিনা হায়াৎ আইভী গ্রেফতার
- অন্তর্বর্তী সরকারের প্রথম দায়িত্ব ছিল আওয়ামী লীগকে নিষিদ্ধ করা : নাহিদ
- পাকিস্তানি পাইলটকে আটকের দাবি ভারতের, প্রমাণ চাইল ইসলামাবাদ
- আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ জাবি শিক্ষার্থীদের
- আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রাবিতে বিক্ষোভ
- প্রথম আমেরিকান পোপ রবার্ট প্রেভোস্ট
- বিলিয়ন ডলারের রপ্তানি খাত হুমকিতে
- 'পাকিস্তান আক্রমণ করার সিদ্ধান্ত নিলে সারা পৃথিবী জানবে'
- ভারতের সেনা-স্থাপনায় হামলা, অস্বীকার পাকিস্তানের
মাহমুদুন্নবী স্মরণে চার সন্তান
শোবিজ প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর

পাকিস্তানের পাল্টা হামলায় সম্পূর্ণ ‘ব্ল্যাকআউট’ জম্মুতে পরপর বিস্ফোরণ, দাবি ভারতের
১৪ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

পাকিস্তানের ড্রোন, ক্ষেপণাস্ত্র ও বিমান প্রতিরক্ষা ব্যবস্থা নিষ্ক্রিয় করার দাবি ভারতের
২০ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম