দর্শকপ্রিয় মডেল ও উপস্থাপিকা নূসরাত ফারিয়া চলচ্চিত্রে অভিনয় করবেন এটা এরই মধ্যে জানা হয়ে গেছে সবার। এক্ষেত্রে ফারিয়াকে সৌভাগ্যবান বলতেই হবে। কারণ ছবিতে তিনি পাশে পাচ্ছেন প্রিয়দর্শিনী নায়িকা মৌসুমীকে। আবদুল আজিজ ও অশোক পতি পরিচালিত যৌথ প্রযোজনার চলচ্চিত্র 'প্রেমী ও প্রেমী' চলচ্চিত্রে একটি গুরুত্বপূর্ণ অতিথি চরিত্রে অভিনয় করবেন মৌসুমী। 'জাজ মাল্টিমিডিয়া' ও 'এসকে মুভিজ'র ব্যানারে নির্মিতব্য এই চলচ্চিত্রে অভিনয়ের জন্য গত মা দিবসে রাতে গুলশানের একটি রেস্টুরেন্টে চুক্তি স্বাক্ষর করেন মৌসুমী। প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে মৌসুমী বলেন, 'প্রেমী ও প্রেমী'র গল্প পড়ে ভালো লেগেছে আমার। আমার চরিত্রটি ছোট হলেও খুব গুরুত্বপূর্ণ, তাই কাজটি করতে আগ্রহী হয়ে উঠেছি। জাজ'র সঙ্গে এটা আমার প্রথম কাজ। তাছাড়া আশা করছি 'প্রেমী ও প্রেমী' ভালো একটি চলচ্চিত্র হবে। তাই একটি ভালো চলচ্চিত্রের সঙ্গে নিজেকে সম্পৃক্ত রাখতেও চলচ্চিত্রটিতে কাজ করছি। পরিচালক জানান, মূলত 'প্রেমী ও প্রেমী'র গল্পের শুরুটা মৌসুমীকে দিয়েই। অন্যদিকে নিজের প্রথম চলচ্চিত্রেই মৌসুমীর মতো একজন দর্শকপ্রিয় নায়িকার সঙ্গে কাজ করার সুযোগ পাওয়াকে নিজের মিডিয়া জীবনের সেরা অর্জন হিসেবে বিবেচনা করছেন নূসরাত ফারিয়া।