বড় পর্দায় এবার একসঙ্গে আসছেন তারিক আনাম খান ও তার সহধর্মিণী নিমা রহমান। তারা একসঙ্গে অভিনয় করেছেন তন্ময় তানসেনের 'পদ্ম পাতার জল' ছবিতে। ছবিটি ঈদে মুক্তি পাচ্ছে। এতে দুই গুরুত্বপূর্ণ চরিত্রে এই দুই শক্তিমান অভিনয়শিল্পী অভিনয় করেছেন বলে জানান নির্মাতা। ট্রাইপড স্টুডিও প্রযোজিত রোমান্টিক গল্পের এই ছবির প্রধান অভিনয়শিল্পী দুজন হলেন ইমন ও মিম। ছবির কাহিনী ও সংলাপ লিখেছেন খ্যাতিমান গীতিকার লতিফুল ইসলাম শিবলী। জমিদার নন্দন ইমন ও বাইজি মিমের সম্পর্কের টানাপড়েন হলো ছবির মূল প্রতিপাদ্য। ছবিতে ৬টি শ্রুতিমধুর গান রয়েছে। সংগীত পরিচালনা করেছেন আহমেদ ইমতিয়াজ বুলবুল, এসআই টুটুল, অর্ণব, শিরোনামহীন, চিরকুট ও অদিত।
চিত্রগ্রহণ করেছেন একাধিকবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া চিত্রগ্রাহক মাহফুজুর রহমান খান। নৃত্য পরিচালনা করেন বলিউডের দেবদাস ও সাওয়ারিয়া খ্যাত নৃত্যপরিচালক হারিস ভাট, প্রতাপ শেঠি ও ঢালিউডের মাসুম বাবুল এবং জাকির হোসেন। ছবির নির্বাহী প্রযোজক হলেন নামি নির্মাতা গাজী মাহবুব। তারিক আনাম খান ও নিমা রহমান জানান, চমৎকার গল্পে নির্মাণ হয়েছে এবং দর্শকের অবশ্যই ভালো লাগবে ছবিটি।