ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর সাংহাই সহযোগিতা সংস্থার শীর্ষ সম্মেলনে অংশ নেওয়ার জন্য চলতি মাসে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ যাবেন। গেল ৯ বছরের মধ্যে তিনি হচ্ছেন প্রথম পররাষ্ট্রমন্ত্রী যিনি পাকিস্তান সফর করবেন। ২০১৫ সালে সফর করেছিলেন সুষমা স্বরাজ। ১৫-১৬ অক্টোবর অনুষ্ঠেয় এ সম্মেলনে জয়শঙ্কর ভারতীয় প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন। পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র রণধীর জয়সোয়াল শুক্রবার দিল্লিতে সংসদ সম্মেলনে জানান, জয়শঙ্কর শুধু সম্মেলনে যোগ দেবেন; পাকিস্তানের সঙ্গে দ্বিপক্ষীয় কোনো বৈঠক করবেন না। শীর্ষ সম্মেলনে আসতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আগস্ট মাসে আমন্ত্রণ জানায় পাকিস্তান। সাংহাই সহযোগিতা সংস্থা-এসসিও (সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন) শীর্ষ বৈঠকে ভারতের পররাষ্ট্রমন্ত্রীকে পাঠানোর সিদ্ধান্তকে ‘বিরাট ব্যাপার’ মনে করা হচ্ছে। কারণ ২০১৯ সালে পুলওয়ামায় সন্ত্রাসী হামলার পর থেকে দুই দেশের সম্পর্ক শীতল হয়ে পড়েছিল। প্রশ্নের জবাবে মুখপাত্র জয়সোয়াল বলেন, সার্ক শীর্ষ সম্মেলন ফের চালু করার বিষয়ে ভারত এখনো আগ্রহী নয়। এর কারণ, পাকিস্তানের আচরণ। তবে ভারত চায় যে, আঞ্চলিক সহযোগিতা ও সংযোগ প্রসারিত হোক। এ কাজে বাধা তৈরি করছে ওই দেশটির আচরণ। ইসলাম প্রচার গুরু ডা. জাকির নায়েক সম্প্রতি ইসলামাবাদে সংবর্ধিত হওয়া সম্পর্কে প্রশ্ন করা হলে মুখপাত্র বলেন, ডা. জাকির ভারত থেকে পলাতক ব্যক্তি। তাকে ওখানে সংবর্ধনা দেওয়ায় আমরা চমকিত নই। মালয়েশিয়ায় আশ্রিত ডা. জাকিরের বেআইনি কাজকর্মের প্রতিবাদ জানিয়েছে ভারত। কখন প্রতিবাদ করেছে? জানতে চাওয়া হলে মুখপাত্র বলেন, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ভারত সফরের সময় তার কাছে প্রতিবাদ জানানো হয়। বাংলাদেশে দুর্গাপূজামন্ডপে হামলা সম্পর্কে প্রশ্ন করা হলে মুখপাত্র জয়সোয়াল বলেন, বাংলাদেশ সরকার জানিয়েছে, তারা সংখ্যালঘুদের নিরাপত্তা বিধান করবে। তিনি বলেন, দুর্গাপূজা একটি পবিত্র উৎসব, যে উৎসবে সব ধর্মের মানুষের শুভ কামনা করা হয়।
শিরোনাম
- গণতন্ত্র ও সার্বভৌমত্ব রক্ষায় মওলানা ভাসানীর অবদান স্মরণীয় : তারেক রহমান
- গাজীপুরে ট্রাক-কাভার্ডভ্যানের চাপায় অটোরিকশার ৪ যাত্রী নিহত
- সংগীতশিল্পী পাপিয়া সারোয়ার আর নেই
- আজ মওলানা ভাসানীর ১৪৫তম জন্মদিন
- শৈত্যপ্রবাহ নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস
- এবার জুভেন্তাসের কাছে হেরে আরও বিপাকে ম্যানসিটি
- আজ ঢাকার বায়ু খুব অস্বাস্থ্যকর
- দেশের সর্বনিম্ন তাপমাত্রা চুয়াডাঙ্গায় ১০.২ ডিগ্রি
- আজ দেশে ফিরছেন মির্জা ফখরুল
- গাজায় ইসরায়েলি হামলায় আরও ১৯ ফিলিস্তিনি নিহত
- ওয়াসার ১৯ পদে তাকসিমের দেওয়া নিয়োগ বিজ্ঞপ্তি বাতিল
- বিজয় দিবসে রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে খালেদা জিয়া ও তারেক রহমানকে আমন্ত্রণ
- বহিঃশক্তির হুমকিকে বিএনপি ভয় পায় না : সাইফুল ইসলাম
- শুক্রবার থেকে বসুন্ধরায় শুরু হচ্ছে অ্যাম্বাসি ফুটবল ফেস্ট
- ডর্টমুন্ডের মাঠে বার্সার রোমাঞ্চকর জয়
- ‘তারেক রহমানের নেতৃত্বে শুধু বিএনপি নয়, পুরো জাতি উপকৃত হবে’
- ফেসবুক-ইনস্টাগ্রাম-হোয়াটসঅ্যাপ সাড়ে তিন ঘণ্টা পর সচল
- নিখোঁজ শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার, গণপিটুনিতে অভিযুক্ত ব্যক্তির মৃত্যু
- বানিয়াচংয়ে নাইন মার্ডার: দুই আওয়ামী লীগ নেতা গ্রেফতার
- মিয়ানমারে সংঘাত: টেকনাফ-সেন্টমার্টিন রুটে নৌযান চলাচল বন্ধ