রবিবার, ২৭ অক্টোবর, ২০১৩ ০০:০০ টা

মেসেজ সেবা এবার উইকিপিডিয়ায়

মেসেজ সেবা এবার উইকিপিডিয়ায়

অনলাইন এনসাইক্লোপিডিয়া উইকিপিডিয়া ব্যবহারকারীর অনুরোধের ভিত্তিতে এবার তথ্য মোবাইল ফোনের মেসেজের মাধ্যমে পাঠাবে। সম্প্রতি মেসেজের মাধ্যমে তথ্য প্রদানের নতুন এ সেবা পরীক্ষামূলকভাবে চালু হয়েছে। প্রাথমিক পর্যায়ে আফ্রিকার ব্যবহারকারীদের দেওয়া হচ্ছে এ সুবিধা।

অনলাইন ইনসাইক্লোপিডিয়া ও মোবাইল অপারেটর এয়ারটেল যৌথভাবে কেনিয়ায় শুরু করেছে এই উদ্যোগ বলে এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদ সংস্থা বিবিসি।

উইকিমিডিয়া ফাউন্ডেশনের টেকনিকাল পার্টনার ম্যানেজার ড্যান ফই বলেন, 'তিন মাসব্যাপী চলবে এই পরীক্ষা। উন্নয়নশীল বিশ্বে ইন্টারনেটযুক্ত স্মার্টফোন খুব বেশি ব্যবহৃত হয় না। ফলে কোটি কোটি মানুষ তাদের মোবাইল ফোনে উইকিপিডিয়া দেখতে পারেন না।'

উল্লেখ্য, পাশ্চাত্য প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো আফ্রিকাকে ভবিষ্যতের প্রধান বাজার হিসেবে দেখছে। এ জন্য প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো সহজে চালানো যায়, এমন প্রযুক্তি চালু করছে।

সর্বশেষ খবর