২০ মার্চ, ২০১৮ ১৪:৪৬

গবেষণাপত্রে প্রশ্ন চিহ্নই রেখে গেলেন হকিং

অনলাইন ডেস্ক

গবেষণাপত্রে প্রশ্ন চিহ্নই রেখে গেলেন হকিং

মৃত্যুর ঠিক দশ দিন আগে এক রহস্য উন্মোচনের ইঙ্গিত দিয়ে গেলেন সদ্য প্রয়াত বিজ্ঞানী স্টিফেন হকিং। বলে গেলেন, পৃথিবীর আয়ু ফুরালেও বেঁচে থাকবে আরও একটা মহাবিশ্ব। সেখানে অস্তিত্বের সম্ভাবনাও আছে। হকিংয়ের সেই শেষ গবেষণাপত্রের নাম- ‘আ স্মুদ এক্সিট ফ্রম ইটার্নাল ইনফ্লেশন?’। 

বেলজিয়ামে ল্যুভেঁ বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট ফর থিয়োরিটিক্যাল ফিজিক্সের অধ্যাপক টমাস হের্টগকে সঙ্গে নিয়ে লেখা তার এই গবেষণাপত্রটির কাজ হকিং শেষ করেছিলেন গত জুলাইয়ে। কিন্তু তারপরও সন্তুষ্ট হননি তিনি। নিজের শেষ গবেষণাপত্র নিয়ে চলেছে কাটাছেঁড়া। এমনকি তাঁর বিশ্বাসের সত্যতা বুঝতে পারার পরও গবেষণাপত্রের শিরোনামে প্রশ্ন চিহ্নই রেখে গেলেন তিনি। গবেষণা পত্রটি শেষ বারের মতো তিনি সংশোধন করেছিলেন গত ৪ মার্চে।

বিডি প্রতিদিন/ মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর