মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে দেয়া ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ভাষণের তীব্র সমালোচনা করেছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী ও বর্তমান বিরোধীদলীয় নেতা ইয়ার লাপিদ।
কংগ্রেসে দেয়া ভাষণে গাজায় হামাসের হাতে বন্দি ইসরায়েলি নাগরিকদের ফিরিয়ে আনতে চুক্তির বিষয়ে কোনো কথা বলেননি নেতানিয়াহু। এ বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স পোস্টে ইয়ার লাপিদ বলেন, গাজায় হামাসের হাতে বন্দিদের দেশে ফিরিয়ে আনার বিষয়ে সুনির্দিষ্ট কোনো চুক্তির কথা না বলেই বক্তব্য শেষ করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী। এটা আমাদের জন্য লজ্জাজনক।
এদিকে কংগ্রেসে দেয়া ভাষণে যুদ্ধবিরতি নিয়ে কোনো কথা না বলায় নেতানিয়াহুর বক্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসও।
হামাসের সিনিয়র কর্মকর্তা সামি আবু জুহরি রয়টার্সকে বলেন, নেতানিয়াহুর বক্তব্য প্রমাণ করে যে তিনি গজা যুদ্ধ শেষ করতে আগ্রহী নন। তার ভাষণটি ছিল মিথ্যায় পরিপূর্ণ। প্রতিরোধের মুখে ব্যর্থতা এবং পরাজয় ঢাকতে এটি সফল হবে না।
ভাষণে মধ্যপ্রাচ্যে একটি নতুন জোট গঠনের আহ্বান জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী। মার্কিন আইনপ্রণেতাদের উদ্দেশ্যে নেতানিয়াহু বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এ জোট গঠন করতে পারে। আমরা এটিকে আব্রাহাম জোট বলতে পারি। তিনি অন্যান্য দেশকে এ জোটে যোগ দেয়ার আমন্ত্রণ জানান।
তবে হামাস কর্মকর্তা নেতানিয়াহুর এই জোট গঠনের আহ্বানের সমালোচনা করে বলেন, নেতানিয়াহুর সঙ্গে জোট গঠন হবে ‘শহীদদের রক্তের প্রতি বিশ্বাসঘাতকতা’।
স্থানীয় সময় বুধবার ওয়াশিংটনে মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে ভাষণ দেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এ সময় তিনি বলেন, আমাদের শত্রুরা আপনাদেরও শত্রু। আমাদের লড়াই আপনাদেরও লড়াই। এই হিসেবে আমাদের বিজয় আপনাদেরও বিজয় হিসেবে চিহ্নিত হবে।
বিডি-প্রতিদিন/শআ