প্রবল শক্তিশালী টাইফুন গেইমি আছড়ে পড়েছে তাইওয়ানে। এতে অন্তত দুইজন নিহত এবং শত শত মানুষ আহত হয়েছে।
টাইফুনের কারণে দ্বীপটির সবচেয়ে বড় বার্ষিক সামরিক মহড়া এবং প্রায় সব অভ্যন্তরীণ ও ২০০টির বেশি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে।
বিবিসির প্রতিবেদন অনুযায়ী, ঘণ্টায় ২৪০ কিলোমিটার (১৫০ মাইল) বেগে ঝোড়ো বাতাস নিয়ে গেইমি তাইওয়ানের পূর্ব উপকূলে হুয়ালিয়েন শহরের কাছে আঘাত হানে। কর্মকর্তারা সতর্ক করেছেন, টাইফুনটি ভূমিধস এবং আকস্মিক বন্যার কারণ হতে পারে। ফিলিপাইনে এই টাইফুনের প্রভাবে আটজন নিহত হয়েছে।
বিডিপ্রতিদিন/কবিরুল