অস্ট্রেলিয়া পশ্চিম তীরে ফিলিস্তিনিদের বিরুদ্ধে সহিংসতার অভিযোগে ইসরায়েলি সেটলারদের ( অবৈধভাবে বসতি স্থাপনকারী) ওপর নিষেধাজ্ঞা ও ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেছে।
বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওয়ং সাতজন ইসরায়েলি বসতকারী এবং একটি কঠোরপন্থী বসতকারী গ্রুপের ওপর নিষেধাজ্ঞার ঘোষণা দিয়েছেন। এই গ্রুপটি নতুন অবৈধ উপনিবেশ স্থাপনের জন্য পরিচিত।
ওয়ং বলেন, ‘হিলটপ ইউথ’ নামক এই গ্রুপটি ফিলিস্তিনিদের বিরুদ্ধে সহিংসতা উস্কে দেয় এবং সহিংসতা সংঘটিত করে। আর নিষেধাজ্ঞার আওতায় থাকা বসতকারীরা মারধর, যৌন নির্যাতন এবং অত্যাচারের অপরাধে অভিযুক্ত।
ওয়ং এক বিবৃতিতে বলেন, আমরা ইসরায়েলকে সেটলারদের বিচার করার আহ্বান জানাই এবং তাদের চলমান বসতি স্থাপনের কার্যক্রম বন্ধ করতে বলি। এটা উত্তেজনা বাড়িয়ে তোলে এবং দুই রাষ্ট্রের সমাধানের সম্ভাবনাকে আরও দুর্বল করে তোলে।
অস্ট্রেলিয়ার এই পদক্ষেপ তার মিত্র যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, কানাডা এবং জাপানের অনুরূপ কর্মসূচির অংশ। গত ১১ জুন, ইসরায়েলের প্রধান সমর্থক যুক্তরাষ্ট্র কয়েকজন ইসরায়েলি বসতকারী এবং একটি চরমপন্থী ইসরায়েলি জাতীয়তাবাদী গ্রুপ ‘লেহাভা’র বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা ঘোষণা করে।
বিডিপ্রতিদিন/কবিরুল