কারাবন্দী পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান দেশটির সেনাবাহিনীর সঙ্গে আলোচনার আগ্রহ প্রকাশ করেছেন এবং প্রতিনিধি নিয়োগের আহ্বান জানিয়েছেন।
পাক সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউনের প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার কারাগারে স্থাপিত আদালতে কয়েকজন সাংবাদিকের সঙ্গে কথা বলেন ইমরান খান। এই আলোচনায় ইমরান জানান, তিনি সেনাবাহিনীকে কখনো দোষারোপ করেননি, বরং সমালোচনা করেছেন। তিনি সেনাবাহিনীকে ‘দুষ্টু ছেলে’ হিসেবে উল্লেখ করে বলেন, সমালোচনা গণতন্ত্রের একটি অপরিহার্য অংশ।
ইমরান খান আরও বলেন, সেনাবাহিনীও ভুল করতে পারে এবং এসব ভুলের সমালোচনা করা প্রয়োজন। তিনি উল্লেখ করেন, সাবেক সেনাপ্রধান জেনারেল জিয়াউল হক সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোকে ফাঁসি দিয়েছিলেন এবং ইয়াহিয়া খানের কারণে বাংলাদেশ পাকিস্তান থেকে আলাদা হয়ে স্বাধীন হয়েছিল।
গত বছরের ৯ মে ইমরান গ্রেফতার হওয়ার পর তার সমর্থকরা সেনাবাহিনীর বিভিন্ন স্থাপনায় হামলা চালান। এসব হামলার জন্য ইমরানকে দায়ী করে সেনাবাহিনী। ওই ঘটনার পর ইমরান ক্ষমা চাইতে অস্বীকার করেছিলেন এবং সেনাবাহিনীর সঙ্গে কোনো সংলাপ করবেন না বলে জানিয়েছিলেন। তবে বর্তমানে তিনি তার অবস্থান পরিবর্তন করেছেন।
বিডিপ্রতিদিন/কবিরুল