ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের রাজনৈতিক ব্যুরোর প্রয়াত প্রধান ইসমাইল হানিয়াহর মেয়ে সারাহ হানিয়াহর অ্যাকাউন্টে একটি ভিডিও প্রকাশ করা হয়েছে। এতে দেখা যা হানিয়াহর স্ত্রী হাজ্জা উম্ম আল-আবেদ তেহরান থেকে হানিয়ার মরদেহ দোহায় আসার পর তাকে শেষ বিদায় জানান।
হানিয়াহর স্ত্রী, তার স্বামীর মৃতদেহকে বিদায় জানিয়ে বলেছেন, ‘গাজার সকল শহীদদের কাছে আমার সালাম পৌঁছে দেবেন।’ হানিয়াহকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘আমার প্রিয়, দুনিয়া ও আখেরাতে আমার প্রিয়তম।’
একই অ্যাকাউন্টের একটি ক্লিপে হানিয়ার ছেলেকেও তাকে শেষ বিদায় জানাতে দেখা গেছে।
ইরানের রাজধানী তেহরানে গত বুধবার ভোরে ইসমাইল হানিয়াহকে হত্যা করা হয়। হামাস ও ইরানের দাবি, ইসরায়েলই তাকে হত্যা করেছে। যদিও আনুষ্ঠানিকভাবে ইসরায়েল সে দায় স্বীকার করেনি।
দোহার ইমাম মোহাম্মদ বিন আবদুল ওয়াহাব মসজিদে জুমার নামাজের পর হানিয়ার জানাজা শেষে লুসাইলের প্রতিষ্ঠাতা ইমামের সমাধিতে দাফন করা হবে তাকে।
বিডি প্রতিদিন/নাজমুল