ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ৪৮ ঘণ্টায় গাজা উপত্যকায় অন্তত ৬১ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি সেনাবাহিনী। ১৬২ জন আহত হয়েছে।
সবমিলিয়ে ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে এ পর্যন্ত ইসরায়েলি হামলায় ৪০ হাজার ৯৩৯ ফিলিস্তিনি নিহত হয়েছে। এই সময়ে আহত হয়েছে ৯৪ হাজার ৬১৬ জন।
পাশাপাশি বিধ্বস্ত ভবনের নিচে এখনো কয়েক হাজার মানুষ চাপা পড়ে আছে বলে ধারণা করা হচ্ছে।
এদিকে গাজার রাফা শহরে নতুন করে হামলা শুরু করেছে দখলদার ইসরায়েলি বাহিনী। রাফা শহরের দক্ষিণ-পূর্বে কারেম আবু সালেম ক্রসিংয়ের কাছে ইসরায়েলি গুলিতে একজন ফিলিস্তিনি নিহত হয়েছেন।
বিডি প্রতিদিন/নাজমুল