পশ্চিমবঙ্গের বনদপ্তরের এক নারী কর্মকর্তার সঙ্গে অসভ্য আচরণ ও অশ্লীল ভাষার জন্য রাজ্যটির কারাগার মন্ত্রী অখিল গিরি মন্ত্রিত্ব হারিয়েছেন। এ ব্যাপারে সংবাদ সম্মেলন করে ওই মন্ত্রী বলেন, ‘মুখ্যমন্ত্রী আমাকে ইস্তফা দিতে বলেছেন। আজ পদত্যাগপত্র মুখ্যমন্ত্রীর হাতে তুলে দেব। দলের সিদ্ধান্ত আমি মাথা পেতে নিলাম।’ তিনি উল্লেখ করেন, ‘আমি কখনো কোনো সরকারি কর্মকর্তার কাছে ক্ষমা চাইনি, আর চাইবও না।’
উল্লেখ্য, সরকারি জমিতে জবরদখল তুলতে গিয়ে মন্ত্রী অখিল বনদপ্তরের কর্মকর্তা মনীষা সাউয়ের সঙ্গে শনিবার বাকবিতন্ডায় জড়িয়ে পড়েন। এ সময় তিনি অশালীন আচরণসহ অশ্লীল ভাষা প্রয়োগ করেন। পরে এ ঘটনার জন্য তাকে ক্ষমা চাইতে বলা হলেও তিনি তা করেননি।