গত অর্ধশতাব্দীতে বিশ্বজুড়ে বন্যপ্রাণীর সংখ্যা ৭০ শতাংশের বেশি কমে গেছে। বন্যপ্রাণীবিষয়ক আন্তর্জাতিক সংগঠন ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড ফর ন্যাচারের (ডব্লিউডব্লিউএফ) গবেষণায় তা উঠে এসেছে। বৃহস্পতিবার সংরক্ষণ দাতব্য সংস্থাটি এ তথ্য প্রকাশ করেছে।
প্রতিবেদনে সতর্ক করা হয়েছে, প্রকৃতি ধ্বংস এবং জলবায়ু পরিবর্তন দ্রুত বিশ্বকে অনিবার্য টিপিং পয়েন্টের দিকে ঠেলে দিচ্ছে, যার একটি সম্ভাব্য ‘শিকার’ হলো অ্যামাজন বনভূমি। এর ফলে অ্যামাজন বন আর কার্বন ধরে রাখতে পারবে না এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব প্রশমন করতে পারবে না। ৫ হাজারের বেশি স্তন্যপায়ী প্রাণী, পাখি, উভচর, সরীসৃপ ও মাছ প্রজাতির ওপর গবেষণা করা হয়েছে। বন্যপ্রাণীর উধাও হয়ে যাওয়ার জন্য বনভূমি উজাড়, নানা ধরনের দূষণ, জলবায়ু পরিবর্তন ও মানুষের প্রকৃতিবিরোধী কর্মকান্ড ও প্রাকৃতিক সম্পদের অতিরিক্ত ব্যবহারকে দায়ী করা হয়েছে। ১৯৭০ সাল থেকে পরিচালিত গবেষণায় দেখা গেছে, ৭৩ শতাংশ বন্যপ্রাণী কমে গেছে। আর এর জন্য দায়ী মানুষ। তবে রেকর্ডসংখ্যক কমেছে মিঠাপানির প্রজাতির সংখ্যা, তার পর স্থলজ এবং সামুদ্রিক মেরুদন্ডী প্রাণীর সংখ্যা।
গবেষণায় বলা হয়, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে অ্যামাজনের গোলাপি ডলফিন। এর সংখ্যা ৬৫ ভাগ কমেছে।