দিনভর উৎসবমুখর পরিবেশে রাঙামাটির রাজবন বিহারে বাংলা ত্রিপিটক গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠান করা হয়েছে। এ উপলক্ষে গতকাল অগণিত পুণ্যার্থীর ঢল নামে। তিন পার্বত্য জেলা রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানসহ দেশের বিভিন্ন স্থান থেকে বৌদ্ধ ধর্মাবলম্বী নারী-পুরুষ এতে শামিল হন। বেলা ১টা ৪৫ মিনিটে রাজবন বিহার মাঠে বাংলায় প্রকাশিত পূর্ণাঙ্গ ও সমগ্র ত্রিপিটকের মোড়ক উন্মোচন করেন শ্রীমৎ সাধনানন্দ মহাস্থবির বনভান্তের শিষ্যসংঘের প্রধান ও রাজবন বিহারের প্রধান প্রজ্ঞালংকার মহাস্থবির ও চাকমা রানি ইয়ান ইয়ান। এ সময় আরও উপস্থিত ছিলেন ত্রিপিটক বাংলাদেশ পাবলিশিং সোসাইটির আহ্বায়ক ইন্দ গুপ্ত মহাস্থবির, বিধুর মহাস্থবির, কায়নাবংশ স্থবির ও রাঙামাটি রাজবন বিহারের উপাসক-উপাসিকা পরিষদের আহ্বায়ক গৌতম দেওয়ান, আদিবাসী ফোরামের সভাপতি প্রকৃতরঞ্জন চাকমা, সাবেক পার্বত্য উপমন্ত্রী মনি স্বপন দেওয়ান, জাতীয় মানবাধিকার কমিশনের সদস্য নিরুপা দেওয়ান প্রমুখ। অনুষ্ঠানে ইন্দ গুপ্ত মহাস্থবির বলেন, বাংলায় ত্রিপিটক অনুবাদের ইতিহাস প্রায় ১৫০ বছরের। বনভান্তের স্বপ্ন ছিল ত্রিপিটক বাংলায় প্রকাশ করার। তিনি ত্রিপিটকের ৫৯ খণ্ডের মধ্যে ৬টি খণ্ড বাংলায় অনুবাদ করেছিলেন। কিন্তু সম্পন্ন করতে পারেননি। তাই বনভান্তের স্বপ্নপূর্ণ করতে ত্রিপিটক পাবলিশিং সোসাইটির ২৩ জন অনুবাদক পালিভাষার ত্রিপিটকের ৫৯ খণ্ডকে ২৫ খণ্ডে বিভাজিত করে সম্পূর্ণ বাংলায় প্রকাশ করেন। এ কমিটির উদ্যোগে ২০১২ সালে থেকে শুরু হয় বাংলায় ত্রিপিটক অনুবাদ করার কাজ। আর শেষ হয় ২০১৬ সালে। প্রথম পর্যায়ে বাংলা প্রকাশ করা হয় ৫৯ গ্রন্থকে ২৫টি খণ্ডে। ছাপানো হয় এক হাজার গ্রন্থ। প্রতিটি গ্রন্থের মূল্য নির্ধারণ করা হয় ২ হাজার টাকা। এতে করে বৌদ্ধ ধর্মাবলম্বী নর-নারীরা সহজে বাংলা ত্রিপিটক পড়তে পারবে এবং শিক্ষা লাভ করতে পারবে। মোড়ক উন্মোচন উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করে প্রকাশনা কমিটি। অনুষ্ঠানমালার মধ্যে বুদ্ধ পতাকা উত্তোলন, পূজনীয় ভিক্ষুসংঘের মঞ্চে আগমন ও আসনগ্রহণ, ত্রিশরণসহ পঞ্চশীল গ্রহণ, সংঘদান, অষ্টপরিষ্কার দান ও বুদ্ধমূর্তি দান, ভিক্ষুগণের ধর্মদেশনা, ভিক্ষুসংঘকে পিণ্ডদান ও পবিত্র ত্রিপিটকের মোড়ক উন্মোচন। অনুষ্ঠানকে ঘিরে উৎসবমুখর হয়ে ওঠে রাজবন বিহার এলাকাসহ গোটা রাঙামাটি শহর। এ সময় চারপাশ থেকে ভেসে আসে ভক্তদের সাধু সাধু সাধু ধ্বনি। আনন্দ উচ্ছ্বাসে মেতে থাকেন নর-নারীরা। দিনব্যাপী চলে অনুষ্ঠানমালা।
শিরোনাম
- শ্রীলঙ্কার বিপক্ষে শ্বাসরুদ্ধকর জয় বাংলাদেশের
- যাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে দুই স্কুলছাত্র আহত
- পাবলিক হেলথ অ্যাসোসিয়েশনের মহাসচিব নির্বাচিত ডা. মিজান
- ফরিদপুরে এ কে আজাদকে অবাঞ্ছিত ঘোষণা
- মিরপুরে কমিউনিটি সেন্টারে আগুন
- শান্তির বিশ্ব গড়তে জাতিসংঘকে সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে : ড. ইউনূস
- লিবিয়ায় অভিবাসীরা নির্যাতন ও অপহরণের শিকার হচ্ছেন : আইওএম প্রধান
- নারায়ণগঞ্জে মুসল্লিদের ৬০ বছরের ভোগান্তির অবসানে ডিসির উদ্যোগ
- দেশের ভেতরে নাশকতায় শেখ হাসিনার পরিকল্পনা কাজ করছে : গয়েশ্বর
- ওমরাহ যাত্রীদের নতুন নিয়ম : রিটার্ন টিকিট ক্রয় বাধ্যতামূলক
- লাকসামে কারাতে বেল্ট ও সার্টিফিকেট প্রদান
- ফাজিল পরীক্ষা শুরু শনিবার, অংশ নেবে ১ লাখ ১৭ হাজার শিক্ষার্থী
- সব জাতিগোষ্ঠীর সমন্বয়ে ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়বে বিএনপি : মির্জা ফখরুল
- ওয়েলসে স্টারমারের লেবার পার্টির ঐতিহাসিক পরাজয়
- ইমাম অপহরণের ঘটনায় টঙ্গীতে বিক্ষোভ, মহাসড়ক অবরোধ
- এমন সমাজ গড়তে চাই, যেখানে দুর্নীতি-দুঃশাসন থাকবে না : নবীউল্লাহ নবী
- বেনাপোলে বিএনপির যৌথ সভা, ঐক্যবদ্ধভাবে কাজের আহ্বান
- বিএনপির ৩১ দফা বাস্তবায়নে মোংলায় সমাবেশ
- কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক করার উদ্যোগ স্থগিতের সিদ্ধান্ত
- ‘জুলাই আন্দোলন উপদেষ্টাদের ভাগবাটোয়ারার জন্য হয়নি’