বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় শনিবার কুমিল্লায় বিভিন্নস্থানে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল।
জেলা যুবদলের তত্ত্বাবধানে ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন যুবদলের কেন্দ্রীয় সভাপতি আবদুল মোনায়েম মুন্না, সিনিয়র সহসভাপতি রেজাউল করিম পল, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব হাজী জসীমউদ্দীন, কুমিল্লা মহানগর বিএনপির আহ্বায়ক উবায়দুল বারী আবু, মহানগর বিএনপির সদস্য সচিব ইউসুফ মোল্লা টিপু।
যুবদলের কেন্দ্রীয় সভাপতি মোনায়েম মুন্না বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপী বিএনপি, যুবদল, ছাত্রদল ও অন্যান্য সহযোগী সংগঠনের নেতাকর্মী জনগণের জানমালের নিরাপত্তা ও সহযোগিতায় পাশে দাঁড়িয়েছে। সেই আলোকে বন্যার্তদের কষ্ট লাগবে আমরা তাদের পাশে দাঁড়িয়েছি। যুবদলের নেতাকর্মী বন্যাদুর্গত মানুষের সহযোগিতায় সর্বত্মকভাবে পাশে থাকবে।
এসময় আরও উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক রাজিউর রহমান রাজিব, জেলা যুবদলের আহ্বায়ক আনোয়ারুল হক সদস্য সচিব ফরিদ উদ্দিন শিবলু, মহানগর যুবদলের আহ্বায়ক ফয়সালুর রহমান পাভেল সদস্য সচিব রোমান হাসান সিনিয়র যুগ্ম আহ্বায়ক রিয়াজ উদ্দিন রিয়াজসহ কুমিল্লা জেলা বিএনপি, যুবদল, ছাত্রদল নেতাকর্মী এবং মহানগর নেতাকর্মীরা।
বিডি প্রতিদিন/জুনাইদ