বিদেশে অবস্থানরত প্রবাসীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে সরকারের প্রতি আহ্বান জানিয়ে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান।
বুধবার (১১ ডিসেম্বর) রাজধানীর মগবাজারে আল ফালাহ মিলনায়তনে জামায়াতের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম কেন্দ্রীয় মজলিসে শুরার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।
এসময় জামায়াত আমির বলেন, গত ১৫ বছরে দেশের অনেক নাগরিকই ভোট দিতে পারেনি। অনেকেই আবার ভোটার তালিকা থেকে বাদ পড়েছেন। ফ্যাসিবাদের আমলে যারা ভোটার তালিকা থেকে বাদ পড়েছেন, বাড়ি বাড়ি গিয়ে তাদেরকে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার আহ্বানও জানান তিনি।
তিনি আরও বলেন, বিদেশে বসে যারা অন্যের সহায়তায় দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, তাদের মনে রাখা উচিত দেশের মানুষ কারও চোখ রাঙানিকে পরোয়া করে না।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ