বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি ও বিশিষ্ট সাংবাদিক নেতা রুহুল আমিন গাজীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে খেলাফত মজলিস।
রুহুল আমিন গাজীর মৃত্যুতে খেলাফত মজলিসের আমীর মাওলানা আব্দুল বাছিত আজাদ ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের এক শোকবার্তায় বলেন, রুহুল আমিন গাজী ইসলামের পক্ষের একজন সাহসী সাংবাদিক নেতা ছিলেন। তিনি সাংবাদিকদের অধিকার রক্ষায় নিরলস কাজ করেছেন এবং মিডিয়া অঙ্গনে স্বৈরাচার ও ফ্যাসিবাদের বিরুদ্ধে নির্ভীকভাবে লড়াই করেছেন। জাতীয়ভাবে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে গেছেন।
নেতৃদ্বয় মরহুমের রূহের মাগফিরাত কামনা করার পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের সদস্য এবং সাংবাদিক ইউনিয়নের সকল সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
উল্লেখ্য, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি ও বিশিষ্ট সাংবাদিক নেতা রুহুল আমিন গাজী মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বেশ কিছুদিন ধরে তিনি শারীরিক নানা জটিলতায় ভুগছিলেন এবং সর্বশেষ কয়েকদিন ধরে হাসপাতালে লাইফ সাপোর্টে ছিলেন।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ