গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন, দেশ থেকে পালিয়ে যাওয়া ফ্যাসিস্টরা ভারতে বসে ষড়যন্ত্র করছে। তাদের সকল ষড়যন্ত্রের সহযোগিতা করছে খোদ ভারতের সরকারের দল বিজিবি ও গণমাধ্যমের একটি অংশ।
শুক্রবার (১৩ ডদিসেম্বর) বিকেলে খুলনা প্রেস ক্লাব মিলনায়তনে খুলনা জেলা কমিটি আয়োজিত ছাত্র-শ্রমিক-জনতার গণঅভ্যুত্থান পরবর্তী বৈষম্যহীন রাষ্ট্র বিনির্মাণে ও রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তরের নতুন রাজনৈতিক বন্দোবস্ত শীর্ষকগণ সংলাপ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে কেন্দ্রীয় স্থানীয় নেতারা বক্তব্য রাখেন।
এসময় জোনায়েদ সাকি আরও বলেন, যারা ষড়যন্ত্র করছে তাদের ষড়যন্ত্র কোনোদিন বাস্তবায়িত হবে না। অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ হতে দেয়া যাবে না উল্লেখ করে সাকি বলেন, এই সরকারের সাফল্য মানে দেশের মানুষের সমন্বিত স্বপ্নের বাস্তবায়ন।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ