মৌলভীবাজার জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক এমপি এম নাসের রহমান বলেছেন, বিগত সরকারের আমলে যারা বিএনপির রাজনীতি করে নিজেদের সুবিধার জন্য ‘জয় বাংলা জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে আওয়ামী লীগের এমপি মন্ত্রীদের পেছনে ঘুরেছেন, তাদের স্থান বিএনপির ওয়ার্ড থেকে শুরু করে জেলা পর্যায় কোনো কমিটিতে হবে না।
শুক্রবার( ১৩ডিসেম্বর) বিকেলে মৌলভীবাজারের রাজনগর উপজেলা বিএনপির কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় তিনি আরো বলেন, বিএনপির নেতৃত্ব তারাই দিবে, যারা দুঃসময়ে বিএনপির পাশে সব সময় ছিল, রাজপথে আন্দোলন করেছে। বিগত সময়ে যারাই আন্দোলন সংগ্রামে ছিলো তারাই নেতৃত্বে আসবে। সবাইকে শহীদ জিয়ার সৈনিক হতে হবে। কোনো ব্যক্তির লোক না হয়ে শহীদ জিয়ার লোক হতে তিনি নেতাকর্মীদের আহবান জানান।
জেলা বিএনপির আহবায়ক ফয়জুল করিম ময়ূনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট আবেদ রাজা ও মিজানুর রহমান মিজান, কানাডা বিএনপির সভাপতি ফয়ছল আহমদ, জেলা বিএনপির নেতা মোয়াজ্জেম হোসেন মাতুল, বকিশ মিসবাহুর রহমান প্রমূখ। কর্মী সভায় উপজেলার বিএনপি ও অঙ্গসংগঠনের সহস্রাধিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/হিমেল